প্রথমেই বলে নিই এটা শুধু ক্রোম ব্রাউজারেই কাজ করবে।
নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জনপ্রিয় কোন ভিডিও সাইটেই ভিডিও সরাসরি ডাউনলোডের অপশন থাকে না।
কেন কে জানে? হয়ত, তারা চায় না কেউ তাদের কাছে আপলোডকৃত ভিডিওগুলো এত সহজেই পেয়ে যাক।
আসল কারণটা কেউ জানলে জানাবেন। যাহোক, সেটা আমার আলোচ্য বিষয় না।
নিচের ছবিগুলো দেখুন-
কি দেখছেন? হুহ!
সবগুলোতেই একদম সিম্পলি ডাউনলোড বাটন দেখা যাচ্ছে।
ওরা ডাউনলোড বাটন না না দিক, সমস্যা কি? এগুলো কোন ব্যাপার হল? জাস্ট গুগল ক্রোমে একটা এড অন, এক ফাইলেই সব সমস্যার সমাধান!
সন্দেহাতীতভাবে, ভিডিও আপলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট ইউটিউব।
এরপর আছে ডেইলিমোশন, ভিমিও ইত্যাদি।
তাছাড়া, ফেসবুকেও আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি।
কিন্তু আমি যেই এড অনটা দিতে যাচ্ছি সেটা একাই একশো! সবগুলো থেকে ডাউনলোড করতে পারবেন শুধু একটা এড অন এর মাধ্যমে!
এটা দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন ২৭ টি সাইট থেকে!
এই এড অনের নাম সেভ ফ্রম ডট নেট হেল্পার।
ডাউনলোড ও ব্যবহার
১। প্রথমে এখানে যান।২। বাটনে ক্লিক করুন।
৩। ডাউনলোডকৃত প্রোগ্রামটি ওপেন করুন।
৪। ইন্সটলের পর একটি পেজ আসবে। ওখানের নির্দেশনা অনুযায়ী এডঅনটি এনাবল করুন।
টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এড অনটি কাজে দিবে।
কাজে দিলে অবশ্যই টিউমেন্ট করবেন।
কোন সমস্যা হলে জানাবেন।
আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment