যাই হোক এসব চিন্তা করে বসে থাকলে কোন দিনও সপ্ন সফল করা সম্বব না। কাজের কথায় আসাযাক
নিজেই calculator তৈরি করতে যা যা লাগবে নিচে দেয়া হলঃ
- একটা pc.
- Notepad.
- কিছু code লাগবে
প্রথমে আপনাকে pc থেকে Notepad টা open করতে হবে তারপর Notepad অন করার পর নিচের কোডটা (কফি/অথবা নিজে দেখে দেখে লিখতে পারেন) Notepad এ,
@echo off
color 09
::calculator
:start
cls
set /p math=Equation =
set /a math2=%math%
cls
echo %math%=%math2%
pause >nul
goto start
এই কোডটা নিচের ছবির মত লিখতে হবে:=>
তারপর save করার জন্য (Ctrl +s) চাপুন এরপর আপনার পছন্দ মত যে কোন Folder এ গিয়ে আপনার পছন্দ মত নাম দিয়ে
যেমনঃ(calculator.bat) save করুন,তবে মনে রাখতে হবে save করার সময় (extention .bat) দিতে হবে।
না বুজলে নিচের ছবিটা দেখুন =>
save হয়ে গেলে এবার যেখানে save করেচেন ওখানে জান। ডাবল ক্লিক করুন ওপেন হবে নিছের মত=>
এবার ecuation এর পরে আপনার যা যোগ,বিয়োগ অথবা যা করবেন তা লিখুন তারপর enter চাপুন নিচের মত=>
দেখুন রেজাল্ট চলে আসবে। আজকের মত এখানেই কাজ শেষ।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
0 comments:
Post a Comment