ভিউয়ার্স আসুন প্রথমেই আমরা জেনে নেই ঠিক কি কি কারনে এবং
কেনো আমাদের পিসি অন করলে পিসিতে ইনস্টল করা উইন্ডোজ-এ
এই বুট ডিভাইস মিসিং/বুট মিডিয়া নট ফাউন্ড এরর মেসেজ শো করে।
বুট ডিভাইস মিসিং/বুট মিডিয়া নট ফাউন্ড এরর বেসিকিলি একটি হার্ডওয়্যার প্রবলেম।এ সম্পর্কে (বুট ডিভাইস মিসিং/বুট মিডিয়া নট ফাউন্ড এরর) সমস্ত কথা বিশ্লেষণ করে দেখা যায় যে,
আমাদের পিসিতে এই সমস্যা হয় মুলত ৩টি কারনেঃ
- মেইনবোর্ড-এর সাথে হার্ডড্রাইভ-এর সংযুক্তি বিচ্ছিন্ন (ক্যাবল কনেকশন-এর সমস্যা) হলে।
- হার্ডড্রাইভ –এর যেকোনো সাময়িক বা অসাময়িক প্রবলেম (নস্ট/ক্র্যাশ) হলে।
- ইচ্ছা বা অনিচ্ছাকৃত কারনবশত বায়োস-এর সেটিং পরিবর্তন হয়ে গেলে।
সমাধানঃ
যদি কারো পিসিতে মেজর কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে অবশ্যই কাছের কোনো কম্পিউটার সার্ভিসিং সেন্টারে যেতে হবে। এক্ষেত্রে মেজর প্রবলেম গুলি হচ্ছেঃ
- সাময়িক/অসাময়িক ভাবে হার্ডড্রাইভ নস্ট হয়ে যাওয়া।
- মেইনবোর্ড/মাদারবোর্ড থেকে হার্ডড্রাইভ বা বুটেবল ডিভাইস-এর ক্যাবল/ক্যাবল-কানেক্টর চিরতরে নস্ট হয়ে যাওয়া।
- পাওয়ার সাপ্লাই টু হার্ডড্রাইভ-এর পাওয়ার ক্যাবল নস্ট হয়ে যাওয়া।
এজন্য আমি প্রায় ৯.২২ (নয় মিনিট বাইশ সেকেন্ড)-এর একটি ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করেছি।
ভিডিওটিতে আমি খুব সহজ করে বুঝানোর চেস্টা করেছি কিভাবে উইন্ডোজ-এর
এই বুট ডিভাইস মিসিং/বুট মিডিয়া নট ফাউন্ড এরর ঠিক করা যায়।
এক্ষেত্রে আমি ১০০% শিউর ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে যে-কেউই বুট ডিভাইস মিসিং এরর-এর সমস্যা দূর করতে পারবেন চিরতরে।
বুট ডিভাইস মিসিং এরর ঠিক করার ভিডিও টিউটোরিয়াল দেখুন
0 comments:
Post a Comment