Saturday, 14 July 2018

যে কোনো পেন ড্রাইভ/ মেমরী/ হার্ড ডিস্ক ফরম্যাট বা ডিলেট ফাইল উদ্ধার করুন খুব সহজে [মেগাটিউন]

আশাকরি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আজ আমি দেখাবো কিভাবে যে কোনো পেন ড্রাইভ/ মেমরী/ হার্ড ডিস্ক থেকে ফাইল উদ্ধার করবেন।
বিভিন্ন সময় আমরা আমাদের কম্পিউটার, মেমরি কার্ড, পেনড্রাইভে সেভ করা ভাইল ডিলেট করে ফেলি। কখনো ইচ্ছে করে আবার কখনো বা অনিচ্ছাকৃতভাবে। কিন্তু দেখা যায় অনেকদিন পরে ওই ডিলেট করা ফাইল প্রয়োজন পড়ে যায়। তখন অনেক কম্পিউটার ব্যবহারকারী রিকভার করতে জানেন না বলে শুধুই আফসোস করেন আবার যারা বিভিন্ন ব্লগ বা কারো কাছ থেকে সফটওয়্যার সংগ্রহ করে রিকভার করতে পারেন তাদের মধ্যে অনেকেই অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করে অনেক চেষ্টা করেও ফাইল আর উদ্ধার করতে পারেন না। ফাইল রিকভার করা কঠিন কোন কাজ না। আর এর জন্য আপনাকে আইটি এক্সপার্ট ও হতে হবে না। আপনার দরকার শুধু ভাল একটা সফটওয়্যার আর একটু নির্দেশনা যা আমি আপনাদের আজ আমার এই লেখায় দেয়ার চেষ্টা করব। এবারে কাজ শুরু করি। প্রথমেই এই কাজের জন্য মাত্র ৩.৩২ মেগাবাইটের অসাধারণ যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করব সেটা।
$119 ডলার মূল্যের এই সফটওয়্যারটি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কিগেনসহ ফুল ভার্সন মিডিয়াফায়ারে আপলোড করা হয়েছে। সফটওয়্যারটি Windows XP, Windows 7, Windows Vista 32 & 64 bit সকল রকম ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। এবার জেনে নিন, সফটওয়্যারটি ব্যবহার করে আপনি কি কি ফিচার পাবেন আর কি ধরনের ফাইল উদ্ধার/রিকভার করতে পারবেন।
১. Deleted Partition Recovery: ডিলেটকৃত FAT, NTFS or exFAT যে কোন ফাইল সিস্টেমের পার্টিশন রিকভার করা যাবে।
২. Recovery from Formatted Partition: ফরমেটকৃত পার্টিশন রিকভার করা যাবে।
৩. Formatted File/Folder Recovery: ফরমেটকৃত লজিক্যাল পার্টিশনের সব ধরনের ফাইল এবং ফোল্ডার রিকভার করা যাবে।
৪. Advanced Photo Recovery: হার্ডডিস্ক, পেনড্রাইভ এবং মেমরি কার্ড থেকে ফরমেট অথবা ডিলেটকৃত যে কোন ছবি যেমনঃ JPG, BMP, GIF এবং PNG ফরমেট এর ফাইল উদ্ধার করা যাবে। তাছাড়া আপনি চাইলে ইচ্ছামত আরও যে কোন ফরমেট Add করে রিকভার করতে পারবেন।
৫. Optical Media Recovery: অপটিক্যাল মিডিয়া যেমনঃ CD/DVD, CD ROM, CD-RW, DVD, DVD-RW, and Blue-ray disc এর সকল ধরনের Corrupted এবং Damaged ফাইল রিকভার করা যাবে। সফটওয়্যারটি CD এবং DVD তে সাপোর্ট করে এমন সব ধরনের ফাইল সিস্টেম যেমনঃ ISO 9660, Joliet, ISO 9660:1999, UDF, UDF Packet Writing, IFO/VOB Video, HFS, and Rock Ridge ইত্যাদি রিকভার করার ক্ষমতা রাখে।
৬. Raw Recovery: এই ফিচারটি ব্যবহার করে HDD, Memory Card, Pendrive, CD অথবা DVD থেকে যে কোন ফাইল উদ্ধার করলে প্রতিটি ফরমেট এর ফাইল আলাদা আলাদা ফোলডার করে প্রিভিউ শো করবে। ফলে আপনি আপনার ইচ্ছামত যে কোন ফরমেট এর ফাইল প্রিভিউ লিস্ট থেকে রিকভার করতে পারবেন।
৭. Audio/Video Recovery: হার্ডডিস্ক, পেনড্রাইভ এবং মেমরি কার্ডের সকল ধরনের ডিলেটকৃত অডিও, ভিডিও, মুভি, অ্যানিমেটেড ফাইলসহ যে কোন ধরনের মিডিয়া ফাইল রিকভার করা যাবে।
৮. Preview Before Recovery: সফটওয়্যারটি ফাইল সার্চ করে একটা প্রিভিউ লিস্ট তৈরী করে যেখান থেকে খুব সহজে আপনি শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ফাইল অথবা ফোল্ডার সিলেক্ট করে রিকভার করতে পারবেন।
৯. Deleted Database Recovery: বিভিন্ন ডাটাবেজ যেমনঃ Oracle, SQL Server, MS Access ইত্যাদির ডিলেট বা হারিয়ে যাওয়া ফাইল রিকভার করে।
১০. Auto Update Wizard: অটো আপডেট উইজার্ড ব্যবহার করে আপনি সফটওয়্যারটির আপডেট ভার্সন ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। কিন্তু আমরা সফটওয়্যারটিতে কিগেন ব্যবহার করেছি। আপডেট করলে রেজিষ্ট্রেশন চলে যাবে। তাই আপনাদের এই ফিচারটি ব্যবহার করতে নিষেধ করছি। কেউ সফটওয়্যারটি আপডেট করবেন না। তবে যদি ভুলক্রমে আপডেট করেই ফেলেন তাহলে আনইনস্টল করে আবার ইনষ্টল করে কিগেন দিয়ে রেজিষ্ট্রেশন করে নিলেই হবে।
১১. Deleted File Recovery: সব ধরনের ডিলেটকৃত ফাইল যেমন MS Word, Access, Excel, PowerPoint, BKF, ZIP, RAR, EXE, PDF ইত্যাদিসহ সকল ফরমেট এর ফাইল রিকভার করা যায়।
১২. Signature Based Recovery: কিছু ফাইল বা সফটওয়্যার আছে যেগুলোতে Signature ব্যবহার করা হয়ে থাকে। সফওয়্যারটিতে এইসব Signature করা ফাইল আদালাভাবে রিকভার করার জন্য একটি ফিচার রয়েছে।
১৩. Applying Compression to Recovered Files: এই ফিচারটি ব্যবহার করে আপনি রিকভারকৃত ফাইলগুলো কমপ্রেস করে সেভ করতে পারবেন। ফলে আপনার পিসির মেমরি সেভ হবে।
১৪. CD to Boot your System: সফটওয়্যারটির এই ফিচার ব্যবহার করে সিডি থেকে বুট করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রিকভার করতে পারবেন।
১৫. Recover lost Data from Your RAID 5 server: RAID মানে Redundant Array of Inexpensive Disks সার্ভার থেকে হারিয়ে যাওয়া ফাইল রিকভার করা যাবে।
এছাড়াও Advance Tools,  Imaging Tool, Cloning Utility, SMART Tool সহ আরও বিভিন্ন ফিচার রয়েছে সফটওয়্যারটিতে।
অনেকে হয়ত বিরক্ত হয়ে ভাবছেন সফটওয়্যারটি দিয়ে কি কি করা যাবে তা নিয়ে এতো আলোচনা করার কি দরকার। আসলে আপনার ইচ্ছা হলে ফিচারগুলো পড়তে পারেন ইচ্ছা না হলে এড়িয়ে যেতে পারেন। তবে ফিচার নিয়ে আমার লেখার উদ্দেশ্য হল, হয়ত সবার সব ফিচার কাজে লাগবে না। তাই আপনি যে কাজটি করবেন তা এই সফটওয়্যার দিয়ে করা যাবে কিনা তা যেন আপনি সহজেই এই ফিচার সম্পর্কিত বিস্তারিত আলোচনা থেকে জানতে পারেন এবং এই সফটওয়্যারটি আপনার কাজে আসবে কি আসবেনা তা বুঝতে পারেন।
এবার আমরা কিভাবে রিকভার করতে হয় তা নিয়ে আলোচনা করব। যদিও সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ তবুও অনেক কম্পিউটার ব্যবহারকারী আছেন যারা কোন রকম সফটওয়্যার ব্যবহারে অভ্যস্ত না। তাদের জন্য যতটুকু সম্ভব আলোচনা করছি। প্রথমে ডাউনলোডকৃত সফটওয়্যারটি আপনার কম্পিউটারে সেটাপ দিন। এখন সফটওয়্যারটি ওপেন করুন তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।
এবারে নেক্সট চাপুন।
যে মেমরী পেন্ড্রাইভ বা হার্ড ডিস্ক রিকভার করতে চান তা সিলেক্ট করে Scan এ চাপুন তাহলেই এরপর কিছুক্ষন অপেক্ষা করলে দেখবেন ডিলেট বা ফরম্যাট এর ফাইল গুলা এসে আছে। আমি নিজে এইভাবে কাজ করে ৯৮ জিবি রিকভাব করেছি।
আপনি চাইলে আলাদা আলাদাভাবে কিছু কিছু ফাইল করে রিকভার করতে পারবেন।

সফটওয়্যার ডাউনলোড লিঙ্কঃ এখানে

0 comments:

Post a Comment