Wednesday, 18 April 2018

[Bye Google Translate] এবার ম্যাসেঞ্জার এর মাধ্যমে যে কোন ওয়ার্ড ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করুন একদম ফ্রিতে

আশা করি সবাই ভাল আছেন, আমিও বেশ ভালই আছি।

আজ আপনাদের মাঝে আমি যেই বিষয়টা শেয়ার করব তা আপনারা টাইটেল দেখেই হয়তো অনেকেই বুঝতে পেরেছেন।
তো কথা না বলে কাজের কথায় আসি, আমাদের অনেকেরই অনেক সময় ইংরেজি শব্দের বাংলা অনুবাদ জানার প্রয়োজন পরে।
সে ক্ষেত্রে আমরা গুগল ট্রান্সলেট এর মতো অ্যাপ এর দ্বারস্থ হই। তবে এই রকম অনেক অ্যাপই এই অনুবাদ এর সেবা প্রদান করে থাকে।
তবে আজ আমি দেখাব কিভাবে কোন ট্রান্সলেট অ্যাপ ব্যবহার না করেই অনুবাদ করবেন। এর জন্য প্রথমে আপনাকে ম্যাসেঞ্জার এর প্রবেশ করতে হবে,
এবং ম্যাসেঞ্জার এর সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে Bangla Dictionary & Translator লিখে।

বিস্তারিত এখানে 

0 comments:

Post a Comment