আজ আমি দেখাব কিভাবে কিভাবে আইফোন এর স্ক্রীন রেকর্ড করবেন। তে চলুন শুরু করি।
প্রথমে এই সাইটি তে যান iemulators.com
তারপর অ্যাপসে এ ক্লিক করুন
তারপর EveryCord এ ক্লিক করুন
চাইলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
তারপর Download এ ক্লিক করুন >>Install
অ্যাপস টি ইন্সটল এর পর ওপেন হবে না। ওপেন করতে সেটিং এ যাবেন Settings>General>Device Management
তারপর Xiamen Cloud Top Information এ ক্লিক করবেন। then EveryCord >>Trust এ ক্লিক করবেন।
এখন অ্যাপটি ওপেন হবে।
অ্যাপটি ওপেন করে প্রথমে রেকর্ড ফাইল টির একটি নাম দিতে হবে। Then doen >> Yes .
এবার নিচের ইমেজ এর মত DONE লেখা আসবে, এখানে ক্লিক করবেন না। ক্লিক করলে রেকর্ড বন্ধ হয়ে যাবে। রেকর্ড অটো শুরু হবে।
রেকর্ড বন্ধ করতে Done এ ক্লিক করুন। এবার ভিডিও টি compiling হবে।
My Recordings থেকে ভিডিও টি ক্যামেরা রোলে সেভ করতে পারবেন। শেয়ার করতে পারবেন।
ধন্যবাদ।
0 comments:
Post a Comment