Friday, 21 July 2017

আর নই একটিভেশন কিংবা প্যাচ ফাইলের ঝামেলা! ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (আইডিএম) ব্যবহারের লাইফটাইম ট্রিকস!!

অাসসালামু আলাইকুম

😆  সুপ্রিয় কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। 😛 আশা করি কুশলেই আছেন সবাই।

যাইহোক এবার মূল কাজের কথাতে আসি! 

টিউনের শিরোনাম দেখে সবাই যেন বিস্মিত! 

হ্যা আজকে আপনাদেরকে Internet Download Manager (IDM) ব্যবহারের লাইফটাইম ট্রিকস ও ব্যবহার বিধি সম্পর্কে জানাব। 

অাশা করি টিউটোরিয়ালটি অনেকেরই কাজে আসবে।



ইন্টারনেট হতে বিভিন্ন সফটওয়্যার, ভিডিও, অডিও সহ আরো কত কি ডাউনলোড করার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে। 

তাদের মধ্য অন্যতম হচ্ছে আইডিএম। 

অবশ্য এটি আমার নিকটও সমান প্রিয়। 

অন্যান্য সফটওয়্যার হতে এটি অনেক দ্রুতগতির ও ইউজার ফ্রেন্ডলী। 

এটি পেইড হিসাবে ব্যবহার করতে গেলে বছরে প্রায় ১০ ডলার ফি দিতে হয়, এক কালীন হিসাবে ক্রয় করতে হলে আপনাকে ২৫ ডলার অর্থ ব্যয় করতে হবে। 

যদিও আমরা যারা আইডিএম ব্যবহার করছি তার ৯৯% মেডিসিন ফাইল কিংবা প্যাচ ব্যবহার করে। 

প্যাচ ফাইল ব্যবহার করেও কোন শান্তি নাই। 

কারন ৪-৫ দিন হলেই কাজ শেষ হয়ে যায় মেযন একটিভেশন বার্তা কিংবা ব্লক দেখাবে।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করতে এখন হতে আমার ট্রিকসটি কাজে লাগান



ব্যক্তিগতভাবে অনেক দিন ধরেই আইডিএম ব্যবহার করতে ছিলাম। 

কিন্তু ভূলবশত সেটিংস সমস্যার কারনে আইডিএম হতে বিগত ৩ মাস দূরে ছিলাম। 

এর পরিবর্তে ব্যবহার করতে ছিলাম Eagleget, FDM, XDM জাতীয় ফ্রি ইউলিটিটি।




কিন্তু আইডিএমের মত শান্তি পাচ্ছিলাম না। 

সুতরাং নিজেও চেষ্টাতে ছিলাম কিভাবে প্যাচ ফাইলের সর্বোচ্চ ব্যবহার করব? 

শত শত প্যাচ ফাইল ব্যবহার করেও কোন কাজ হচ্ছিল না। 

আইডিএম সার্ভার হতে সর্বদা একটিভেশন বার্তা পাচ্ছিলাম। 

কিভাবে ব্যবহার করবেন?


কাজটি ২ টি অংশে করতে হবে। তথারুপ ইনস্টলেশন প্রক্রিয়া এবং আপডেট বন্ধ করন
  • ১ম অংশ
১। সর্ব নিচে অামার প্রেরিত ডাউনলোড লিংক হতে সম্পূর্ন ফাইলটি নামিয়ে নিন। অতপর সেইগুলো আনজিপ করুন।

২। সেখানে Notepad সহ ৫ টি ফাইল পাবেন। নোট প্যাডে অবশ্য সক্রিয় করার নিয়মাবলী অাছে।




৩। সেখানের idman628build16 নামক মূল ইনস্টল ফাইলটি সেটআপ করুন (বিঃদ্রঃ সেটাপের সময় ইন্টারনেট বন্ধ রাখুন এবং ইনস্টল হলে আইডিএম ওপেন করবেন না। 

প্রয়োজনে সিস্টেম ট্রে হতে তা বন্ধ করে দিতে পারেন।

৪। অতপর Medicine ফোল্ডার হতে IDMan নামক ফাইলটি যেখানে আইডিএম ইন্টল করেছেন সেখানে গিয়ে পেষ্ট কিংবা রিপ্লেস করুন। 

কাজটি অবশ্য Paste Crack Here ফাইলটি ওপেন করেও পেষ্ট করা যাবে।



৫। সর্বশেষে Reg IDM Key তে- ডাবল ক্লিক করে এটি সক্রিয় করুন। ব্যস আপাতত ইনস্টল ও একটিভ পর্ব শেষ।
  • ২য় অংশ
আইডিএম প্যাচের সবচেয়ে মূল সমস্যাটি হল যেনতেন প্যাচ ফাইল ব্যবহার না করাটা। 

এবং প্যাচ ফাইল ব্যবহার করলেও এর আপডেট অপশন বন্ধ রাখা। 

কারন, আপডেট বন্ধ না হলে ইন্টারনেট চালু  করলেই তারা আপনাকে ডিটেক্ট করবে যে, আপনি অবৈধ ব্যবহারকারী। 

সুতরাং অন্যতম কাজটা (আপডেট) অপশন বন্ধ করি। 

অনেকেই হয়ত আইডিএমের আপডেট অপশনটা বন্ধ করতে জানেন না। 

এবার আসুন কাজ করি-

আপডেট অপশন বন্ধ করার কৌশল

১। প্রথমে কি-বোর্ড হতে একসাথে Win+R চেপে রান অপশন চালু করুন। 

এরপর Registry Editor ওপেন করুন regedit  শব্দ লিখে।



২। এরপর চিত্র অনুযায়ী অপশন গুলোতে যান 

HKEY_CURRENT_USER > Software > DownloadManager.


৩। ডান পাশের প্যানেলে LstCheck নামক ফাইলটিতে ডাবল ক্লিক করুন। 

অবশ্য নামটি LastCheck নামেও হতে পারে।


৪। খুঁজে পেলে এর ভ্যালু ডাটা পরিবর্তন করুন 01/06/99 দ্বারা।


৫। কাজটি শেষ হবার পর আপনার পিসি রিস্টার্ট করুন 

এবং এখন হতে  আরামসে আইডিএম ব্যবহার করুন ও খেয়াল খুশী যা ইচ্ছা ডাউনলোড করুন। 

ব্যাস কাজটি সম্পূর্ণ শেষ করা হল।



নির্দেশিকা

  • যাদের পূর্বে আইডিএম সেটআপ করা আছে। 

  • তারা ভাল কোন একটি আনইনস্টলার দ্বারা এটি আনইন্সটল করুন। 

  • এই ক্ষেত্রে Iobit Uninstaller ইউটিলিটি ভাল কাজে দিবে।
  • Mozila fire fox লেটেস্ট ব্রাউজারটি এখনি ইনস্টল করুর কিংবা আপডেট। 

  • বর্তমানে ৫৪ ভার্সন চলছে।

  • এখানে লক্ষ্যনীয় বিষয় হল মজিলার আপডেট অপশনটি বন্ধ করে রাখুন। 
  • অর্থাৎ ৫৪ ভার্সনের পরে আপাতত নতুন কোন আপডেট দিতে যাবেন না। 
  • তার কারন হল, অনেক সময় মজিলার আপডেটের সাথে আইডিএমের প্যাচ ফাইলের মিলকরন হয়না।
  • তবে অনেক ইউজারের আপত্তি হতে পারে যে,  তাকে মজিলা ব্যবহার ও আপডেট করতেই হবে।
  •  কেননা, বিভিন্ন প্লাগিন ও অ্যাডঅনের ব্যবহার ব্যতিত অন্য উপায় নাই। 
  • সেইজন্য তারা একটা কাজ করতে পারেন তাহলো মজিলা নিয়মিত আপডেট করতে পারেন। 
  • এবং এর সাথে অতিরিক্ত ব্রাউজার হিসাবে ইন্টারনেট এক্সপ্লোরারের লেটেস্ট ভার্সনটি (ভার্সন ১১) ইনস্টল করুন। 
  • উইন্ডোজ সেভেন ব্যবহারকারীকে এটি ব্যবহার করতে গেলে অপারেটিং সিস্টেম সার্ভিস প্যাক ১ হতে হবে। 
  • সুতরাং মজিলা আপডেট করলেও এক্সপ্লোরার কখনো আপডেট করবেন না।
  • তার সাথে ভূলে কখনো আইডিএম ইনস্টল কিংবা আপডেট করতে যাবে না। 
  • যদি কখনো আপডেট বার্তা আনে তাহলে সেটি রিজেক্ট করবেন।
  • আইডিএমের মূল সহ প্যাচ ফাইল ডাউনলোড করুন নিচের লিংক ড্রপবক্স হতে (বিঃদ্রঃ এটি অবশ্য লেটেস্ট ফাইল ৬.২৮ বিল্টইন ১৬ সংযোজিত)

সর্বশেষ


🙄 টিউটোরিয়ালের একদম শেষ প্রান্তে। 

আশা করি সকলেই উপরের নির্দেশনা মোতাবেক কাজটি করতে পারবেন। 

টিউটোরিয়াল অনুসরন করে কারোর সামান্যতম উপকারে এলেও এই প্রকাশনার স্বার্থকতা খুঁজে পাব। 

এবং হ্যা টিউনটি কোথাও শেয়ার করতে গেলে অবশ্যই ক্রেডিট লিংক দিতে ভুলবেন না। 

পরিশেষে কারোর কোন টিউমেন্ট থাকলে ফিড ব্যক দেবার চেষ্টা করব। 

আজ এই পর্যন্তই, সবাই ভাল থাকুন!

-আল্লাহ হাফেজ 😆

🙄 আশা করি, টিউটোরিয়ালটি অনুসরন করে এবার নিজেই উপরোক্ত কাজটি করতে পারবেন। 

ব্যাস! 

বার আরামসে ব্যবহার করুন ২০১৮ সাল পর্যন্ত। 

এবং পিসিকে রাখুন ১০০% ভাইরাস মুক্ত। 

আজ এই পর্যন্তই। 

পোষ্টটির কোন ভূল ত্রুটি দৃষ্টি গোচর হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান রাখছি। 

পরিশেষে সবার সুখী জীবন ও সুস্থতা কামনা করছি। 

আল্লাহ হাফেজ- 😛

0 comments:

Post a Comment