আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন।
আজ আপনাদের জন্য অনেক পুরাতন একটি টিউন নতুন করে নিয়ে আসলাম।
অনেকেই ফেসবুকে বলেন যে কীভাবে Windows 7 Activate করবো?
কিংবা আমার windows এ প্রতিদিন লাইসেন্স চায়,স্ক্রীন কালো হয় চায়,প্রডাক্ট কি চায়,এর সমাধান কী এছাড়াও MS Office এ লেখালেখির কাজ করবেন,
কিন্তু দেখছে এটি ট্রায়াল ভার্সন,যার মেয়াদ শেষ,ব্যবহার করতে হলে চাই লাইসেন্স।
কিন্তু এইসকল লাইসেন্স এর দাম অনেক বেশি।
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য এগুলো অনেকটা ব্য্যবহুল।
তাই আপনাদের কথা ভেবে আপনাদের জন্য নিয়ে এলাম মাইক্রোসফট প্রডাক্টে এক্টিভেট করার যন্ত্র,আশা করি সকলের ভালো লাগবে।
দুটি যন্ত্র রয়েছে একটি হলো Windows Loader এর মাধ্যমে শুধু Windows Seven/Vista Activate করতে পারবেন,
আরেকটি হলো KMSAuto Net Portable এর মাধ্যমে Windows,8,10,MS Office 2016,2010,2007 সহ মাইক্রোসফট এর যেকোন প্রডাক্ট এক্টিভেট করতে পারবেন।
তো আর দেরী কেন??
এখুনি নিচ থেকে যন্ত্র গুলো ডাউনলোড করে ফেলুন,আর এগুলো নিয়ে কাজ করার সময় অবশ্যই এন্টিভাইরাস অফ রাখবেন,কাজ হয়ে গেলে আবার অন করে দিবেন।
আর এই যন্ত্র গুলো কীভাবে ব্যবহার করতে তা নিজেরাই বুঝতে পারবেন,
আর বুঝতে অসুবিধা হলে আমাকে টিউনমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
যন্ত্রঃ
Windows Loader [১.৭ এম্বি]
Windows Loader Link: https://www.up-4ever.com/p9jzua142gatKMSAuto Net Portable [৫.৭ এম্বি]
KMSAuto Net Portable Link: https://www.up-4ever.com/5wbf6p17fir6
এগুলো চালাতে হলে ইন্টারনেটের কোন প্রয়োজন নেই,ইন্টারনেট ছাড়াই এগুলো ব্যবহার করা যাবে।
যেভাবে ডাউনলোড করবেনঃ [ছবি সহ]
১-লিঙ্কে ক্লিক করুন,পেইজ ওপেন হলে Free Download এ ক্লিক করুন।২-নতুন পেইজে কোড বসান,কিছুক্ষন অপেক্ষা করে Create Download এ ক্লিক করুন।
৩-এবার লিঙ্কে ক্লিক করুন।
0 comments:
Post a Comment