Friday, 13 January 2017

ইন্টারন্যাশনাল সকল টিভি এবং রেডিও চ্যানেল গুলো নিয়ে নিন একটি মাত্র অ্যাপ এ।বেস্ট টিভি অ্যাপ ২০১৭।

আসসালামুয়ালাইকুম।

প্রিও টিউনার'স। কেমন আছেন সবাই।

আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আমরা সবাই কম বেশি টেলিভিশন দেখতে পছন্দ করি।

এই জন্য সবাই টিভি তেই শব দেখে থাকি।তবে এখন ইন্টেরনেট এর যুগ চলে আশ্ছে।এই জন্য আমরা সবাই কম বেশি ইন্টেরনেট এ টিভি দেখে থাকি।

আমাদের সাধারন বাংলা চ্যানেল গুলো নরমাল ভাবে আমরা বিভিন্ন ভাবেই দেখি কিন্তু অনেক সময় আমাদের ইন্টারন্যাশনাল চ্যানেল গুলর শবগুল খুজে পেতে কষ্ট হয়।

শব চ্যানেল খুজে পাওয়া যায়না।

এই সমস্যা দূর করতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি Android মোবাইল দিয়ে কিভাবে খুব সহজে অনেক দেশের চ্যানেল গুলো একসাথে পাবেন।

চলুন সুরু করা যাক।

১। Android মোবাইল এর ক্ষেত্রে টিভি অ্যাপ এর ভিতর বেস্ট অ্যাপ যদি বলা হয় তাহলে সেটি হল edoctor.apk

এই অ্যাপ টি এর ভিতর আপনি প্রায় শব দেশের প্রধান চ্যানেল গুলো পাবেন।

যদিও বাংলা চ্যানেল নাই।

কিন্তু বাংলা চ্যানেল ছাড়া অন্যান্য চ্যানেল যেমন HBO,ESPN,NATIONAL GEOGRAPHY এর মত ভাল ভাল চ্যানেল গুলো অনায়াশে দেখতে পারবেন।




অ্যাপ টি ইন্সটল করার পর সাথে সাথে আপনি অ্যাপ টি চালাতে পারবেন না।

আপনার আরেকটি অ্যাপ প্রয়োজন হবে সেটি হলঃiptv_core.apk


২।এই ২ইটি অ্যাপ ইন্সটল করার পর আপনার মোবাইল এ ডিফল্ট একটি প্লেয়ার লাগবে।এম এক্স প্লেয়ার ডিফল্ট দেয়া থাকে।সেটিও নামিয়ে নিতে হবে।

৩।এই অ্যাপ এর শব চ্যানেল গুলো HD QUALITY এর হয়ে থাকে।এই জন্য আপনি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করলে বেস্ট হবে।

৪।এই অ্যাপ ডিয়ে আপনি শব দেশের রেডিও গুলো সুনতে পারবেন।

সুতরাং একসাথে শব কাজ হয়ে যাবে।

এটি আশলেই একটি বেস্ট আপ্প,সুতরাং সবাই ব্যবহার করে দেখবেন আশা করি।

কোন সমস্যা হলে নিচের ভিডিও টি দেখতে পারেন।



আশা করি সবাই বুজতে পারচেন।প্রব্লেম হলে টিউমেন্ট এ জানাবেন।

0 comments:

Post a Comment