প্রথমে সালাম নিবেন।
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন।
আজ নিয়ে এলাম নতুন একটি টিউন নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড
দিয়ে করা যায় না এমন কোন কাজ নেই।
আমরা সবাই জানি যে এন্ড্রয়েড ফোন কিংবা
যেকোন ফোন এ কথা বলতে হলে হয় আপনাকে টাকা খরচ করতে হবে নতুবা ডেটা/এম্বি
খরচ করতে হবে।
কেমন
হয় যদি এম্বি কিংবা টাকার ব্যবহার ছাড়াই এন্ড্রয়েড ফোন এর মাধ্যমে অন্য
এন্ড্রয়েড ফোন দিয়ে কথা বলা যায়?
কি হলো?
আমার কথা মিথ্যা মনে হচ্ছে?
জ্বি না
এটি কোন মিথ্যা কথা নয় এটি একদম খাটি কথা।
এখন থেকে আপনি এন্ড্রয়েড দিয়েই
কথা বলতে পারবেন তাও আবার কোন ডাটা চার্জ কিংবা এম্বি ছাড়াই।
আর এটি সম্ভব শুধুমাত্র একটি এপের মাধ্যমে।
এপটির নাম হলো Wi-Fi_Talkie. এটি অনেক অসাধারণ একটি এপ,এর মাধ্যমে খুব সহজেই Bluetooth কিংবা WiFi এর মাধ্যমে অন্য এন্ড্রয়েড ফোন এর সাথে কথা বলতে পারবেন।
তবে সমস্যা হলো দুই ফোনেই এই এপটি ইন্সটল করা থাকতে হবে,নতুবা এই ট্রিকস কাজ করবে না।
এই
এপের মাধ্যমে খুব সহজেই আপনার ফোন কে বানিয়ে ফেলতে পারবেন ওয়াকি টকি।কি
দারুন একটি এপ তাই না?
এটি কিন্তু কোন ফ্রী এপ নয়,প্লে স্টোর থেকে নিতে হলে
অবশ্যই আপনাকে ডলার খরচ করতে হবে,তবে আমি থাকতে আপনার এত চিন্তা কিসের???
আজ আপনাকে এপটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রীতে।
তো আর কথা বাড়াতে চাই না,এখুনি নিচ থেকে এপটি ডাউনলোড কর ফেলুনঃ
App Name : Wi-Fi_Talkie Pro [All Unlocked-Ad Free]
Size : 4.5 MB
যেভাবে ডাউনলোড করবেনঃ [ছবি সহ]
১-লিঙ্কে ক্লিক করুন,পেইজ ওপেন হলে Free Download এ ক্লিক করুন।
২-নতুন পেইজে কোড বসান,কিছুক্ষন অপেক্ষা করে Create Download এ ক্লিক করুন।
৩-এবার লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ
তো
কেমন লাগলো আমার এই টিউনটি?
আশা করি ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিংবা
মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।
পরবর্তীতে কি
নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।
আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment