Thursday, 5 January 2017

এবার এপকে ক্লোন করুন একটি Paid এপ দিয়ে।[একটি এপকে একাধিক এপে রূপান্তর করুন] [যেমন ফেসবুক,WhatsApp এপ ৫ টা]

সবাই কেমন আছেন ?

আশা করি সকলে ভালো আছেন।

আজ আপনাদের জন্য দারুন একটি পেইড এপ নিয়ে হাজির হলাম।চলুন দেখে নিই এপটি দিয়ে কি করা যায়।

প্রথমেই এপটির নাম বলে নিতে চাই।এপটির নাম হলো App Cloner Premium.  এই এপের মাধ্যমে আপনারা একটি এপ কে দুটি তিনটি কিংবা অনেক গুলো এপে রূপান্তর করতে পারবেন।

অনেকেই হয়তো আমার কথা বুঝতে পারছেন না,আমি আরো পরিষ্কার করে বলছি।

এই এপের মাধ্যমে আপনারা ফেসবুক এপ কিংবা WhatsApp এপকে একাধিক এপে নিতে পারবেন,

তার মানে দাড়াচ্ছে আপনার ফোনে ফেসবুক এপ থাকবে ২টা,৩টা কিংবা ৫ টা কিংবা ১০০ টা।

কোন লিমিট নেই।চলুন এক নজরে দেখে নেই এপটির মধ্যে কি কি ফিচার রয়েছে।




Full version features
  • Facebook Messenger cloning
  • WhatsApp cloning
  • Replace launcher icons
  • Create multiple app clones
  • Clone watch apps or watch faces
  • Save or share cloned apps
  • Remove launcher icon or widgets
  • Allow/prevent app backups
  • Allow apps to be installed on the external SD-card
  • Disable app defaults
  • Disable auto-start
  • Exclude app from recents
  • Rotation lock
  • Remove app permissions
  • Make assist app
  • Enables multi-window support on Samsung devices and some LG devices
  • Use Google Maps in cloned apps
  • Automatically copy expansion files during cloning
  • Make debuggable
এটি একটি পেইড এপ,প্লে স্টোর থেকে এপটি নিতে হলে আপনাকে ডলার গুণতে হবে,তবে চিন্তার কোন কারণ নেই,আপনাকে এপটি দিচ্ছি ফ্রীতে।নিচ থেকে ডাউনলোড করে নিন।

File Name: App Cloner Premium
Size:  3.9 MB

App Cloner Premium Link: https://www.up-4ever.com/p7x47k95i92s

যেভাবে ডাউনলোড করবেনঃ [ছবি সহ]


১-লিঙ্কে ক্লিক করুন,পেইজ ওপেন হলে Free Download এ ক্লিক করুন।

২-নতুন পেইজে কোড বসান,কিছুক্ষন অপেক্ষা করে Create Download এ ক্লিক করুন।

৩-এবার লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ

capture
capture2

তো কেমন লাগলো আমার এই টিউনটি?

আশা করি ভালো লেগেছে।

ভালো লেগে থাকলে কিংবা মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।

পরবর্তীতে কি নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।

আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।

0 comments:

Post a Comment