সবাই কেমন আছেন?
আশা করি সকলে ভালো আছেন।আজ হাজির হলাম নতুন এক টিউন
নিয়ে,আশা করি সকলের ভালো লাগবে।
এন্ড্রয়েড আসাতে আমরা অনেকে পিসির কথা
ভুলেই গেছি,আজ পিসির জন্য নিয়ে এলাম অনেক গুরুত্বপূর্ণ একট এপ।
এপটি আমার
অনেক উপকারে এসেছে বিধায় আজ তা আপনাদের সবার জন্য নিয়ে এসেছি।
এপটির নাম হলো-Nitro Pro.
চলুন দেখে নিই এই এপ দিয়ে কি কি করতে পারবেনঃ
১)যেকোন PDF Books,File পড়তে পারবেন।
২)ইংলিশ, বাংলা যেকোন ভাষার বই পড়তে পারবেন।
৩)যেকোন Doc ফাইলে কে PDF File বানাতে পারবেন।
৪)PDF File কে বিভিন্ন ভাবে ইডিট/সম্পাদনা করতে পারবেন।
৫)পিডিএফ ফাইলের মধ্যে বিভিন্ন ছবি,লেখা,প্রতীক ঢুকাতে পারবেন।
৬)PDF ফাইলকে Doc, jpg, png ফাইলে কনভার্ট করতে পারবেন।
৭) আরো অনেক কিছু করতে পারবেন।
এই এপটির মূল্য নির্ধারণ করা হয়েছে 159.99 ডলার।যা বাংলাদেশী টাকায় ১২ হাজার আটশত টাকার মত বা তার থেকে বেশি।
তবে আপনারা এখান থেকে
ফ্রী ভার্সন ডাউনলোড করতে পারবেন,যা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ব্যবহার করতে
পারবেন।
তার বেশি ব্যবহার করতে চাইলে আপনাকে এপটি ১২ হাজার টাকা দিয়ে কিনে
নিতে হবে।
তবে খুশির খবর হচ্ছে আজ এই এপটি আপনাকে দিচ্ছু সম্পূর্ণ ফ্রীতে অর্থাৎ বিনামূল্যে।
আর বেশি কথা বাড়াবো না এখুনি নিচ থেকে এপটি নামিয়ে ফেলুন।
App Name:Nitro Pro 10
Supported OS:Winows Vista,7,8,8.1 & 10
File:
Nitro Pro Setup x86
Nitro Pro Setup x86 Link: https://www.up-4ever.com/o850b4o4zqds
Nitro Pro Setup x64
Nitro Pro Setup x64 Link: https://www.up-4ever.com/7ttahqf8tr7a
License
License Link: https://www.up-4ever.com/1scpqt7gixd2
কীভাবে ইন্সটল করবেন? [লাইসেন্স ফাইল এর ভিতরে দেয়া আছে ]
যেভাবে ডাউনলোড করবেনঃ [ছবি সহ]
১-লিঙ্কে ক্লিক করুন,পেইজ ওপেন হলে Free Download এ ক্লিক করুন।
২-নতুন পেইজে কোড বসান,কিছুক্ষন অপেক্ষা করে Create Download এ ক্লিক করুন।
৩-এবার লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ
তো
কেমন লাগলো আমার এই টিউনটি?
আশা করি ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে কিংবা
মন্দ লেগে থাকলে সকল ভালো লাগা,মন্দ লাগা জানাতে ভুলবেন না।
পরবর্তীতে কি
নিয়ে টিউন করা যায় তা জানাতে ভুলবেন না।
আপনার মূল্যবান সময় নষ্ট করে
টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ,সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment