ব্রাউজারের বাংলা লেখা দেখতে সমস্যা ? উল্টা পালটা দেখাচ্ছে, এক মিনিটেই সমাধান করুন !!!হ্যাঁ আজকে এই বিষয়টাই শেয়ার করব আপনাদের সাথে।
আপনার ব্রাউজারের (মজিলা এবং ক্রোম) এর মেনুবারের(ডান পাশের অথবা বামপাশে থাকবে, ভার্সন এর উপর এটা নির্ভর করে)
অথবা এরকম ডান পাশে উপরে কর্নারে মেনু থাকবে। সেখানে ক্লিক করুন
এবার Option এ ক্লিক করুন সেখান থেকে Content টাবে ক্লিক করুন দেখবেন ডিফল্ট ফন্ট হিসেবে Times new roman দেয়া আছে।
পাশের ড্রপডাউন এ ক্লিক করে ফন্ট সিলেক্ট করুন Siyam Rupali তারপর OK ক্লিক করে টাব কেটে দিন দেখবেন সব বাংলা দেখা ঠিক মত দেখা যাচ্ছে ব্রাউজারে।
গুগল ক্রোম এর জন যান ঃ
Settings > Show Advance Settings > Customize Font পাশের ড্রপডাউন এ ক্লিক করে ফন্ট সিলেক্ট করুন
Siyam Rupali
তারপর OK ক্লিক করে টাব কেটে দিন দেখবেন সব বাংলা দেখা ঠিক মত দেখা যাচ্ছে ব্রাউজারে।
এই পুরো বিষয়টাই নিচের ভিডিও তে দেখানো হয়েছে।
0 comments:
Post a Comment