অনেকেই আছেন ফেসবুক ব্যবহার করেন,করেন না মনে হয় খুব কম লোকই আছে।
ফেসবুকে ফেক নাম বা ছদ্ম নাম কিংবা অন্য কারো নামে আইডি থাকার কারনে ভেরিফাইতে পরে।যার কারনে আমাদের ফেসবুক টিম নাম পরিবর্তন করতে বলে।
কিছু কিছু সময় রিপোর্টের কারনেও আপনার নাম চেব্জ করতে হয়।
যার কারনে ফেসবুক ব্যবহার করা একটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে দুইদিন হলো একাউন্ট খোলা হয়েছে এর মাঝেই আইডি নাম ভেরিফাইতে।
এর জন্য আপনি একবার আপনার একাউন্টের নাম ভেরিফাই বা পরিবর্তন করে নিলে ফেসবুক থেকে আপনার একাউন্টটি নাম ভেরিফাই করে দিবে।
যার জন্য আপনাকে পরবর্তীতে নাম চেঞ্জের জন্য বলবে না এমন কি রিপোর্ট দিলেও আপনার আইডির ক্ষতি হবে না।
আপনি আপনার আইডির নাম চেঞ্জের জন্য কিছু নিয়ম ফলো করবেনঃ-
প্রথমে ভিডিওটি দেখে নিনঃ
আপনার একাউন্টিতে একটি ইমেইল রাখবেন,নাম্বার দিয়ে খোলা আইডির চাইতে ইমেইল দিয়ে খোলা আইডি ফেসবুক টিম সাপোর্ট বেশি দেয়।
নাম চেঞ্জের জন্য আপনি যে কোন একটা ডকুমেন্ট বা কাগজ বাছাই করতে পারেন যেমনঃ-
- ১. ভোটার আইডি কার্ড (ফেক হলেও চলবে)
- ২. জন্ম সনদ
- ৩. পাসপোর্ট
- ৪. ড্রাইভিং লাইসেন্স
- ৫. এস,এস,সি বা যে কোন সার্টিফিকেট
- ৬. এডমিট কার্ড
- ৭. স্কুল কার্ড
- ৮.কলেজ কার্ড
আপনার শুধু ছবি সহ যে কোন একটি ডকুমেন্ট ব্যবহার করে জমা দিলেই হবে।
কি ভাবে করবেন এক দিনের ভিতর দেখতে ভিডিওটি দেখুন।
0 comments:
Post a Comment