Thursday, 8 December 2016

Date Converter Software (Full and Free Version)

আমাদের অনেক সময় কোন নির্দিষ্ট তারিখের বাংলা তারিখ কী ছিল বা কী হবে, তা বের করতে হয়।

এ জন্যে আমি Date Converter সফটওয়্যারটি তৈরী করেছিলাম। সারা দেশে হাজার হাজার ব্যবহারকারী আমার এই সফটওয়্যারটি ব্যবহার করেন।

কিন্তু এর একটা সমস্যা ছিল এতে আমি একটা সীমাবদ্ধতা আরোপ করেছিলাম। ফলে নির্দিষ্ট একটা সময়ের পর ব্যবহারকারী তা আর ব্যবহার করতে পারতেন না

এবং তাকে আমার সাথে যোগাযোগ করে কোড নম্বর সংগ্রহ করে পূণঃরায় সফটওয়্যারটি ব্যবহার করতে হতো।

আমি সফটওয়্যারটি সবার স্বার্থে ফ্রি করে দিলাম এবং এর মেয়াদ আজীবন করে দিলাম।

ফলে এখন থেকে এর ব্যবহারে আর কোন সীমাবদ্ধতা থাকবে না। এর মাধ্যমে আপনি বাংলা তারিখ, ইংরেজি তারিখ ও আরবী তারিখ জানতে পারবেন এবং প্রদর্শিত তারিখের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জানতে পারবেন।




তাছাড়া আপনি ইচ্ছে করলে যে কোন তারিখ কনভার্ট করে সে তারিখের বাংলা ও আরবী তারিখ জানতে পারবেন। 

ইন্টারফেস এর উপরের নীল অংশে ড্রাগ করে এটি স্থানান্তর করা যাবে এবং ঐ অংশে মাউসের ডান বাটনে ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে অন্যান্য অপশন ব্যবহার করতে পারবেন।

নিচে ডাউনলোড লিংক দিলাম। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে যে কেউ ব্যবহার করতে পারবেন।

Click Here to Download

এটি ড্রপবক্স-এ আপলোড করা।

ডাউনলোড এর সময় রেজিষ্ট্রেশন করতে বললে, বক্সটি ক্লোজ করে দিন অথবা বক্সের নীচে No Thanks... লেখায় ক্লিক করার পর Download লিংক প্রদর্শিত হবে।

সফটওয়্যারটি শুধু কম্পিউটারে ব্যবহার করা যাবে। মোবাইলে ব্যবহার করা যাবে না। আর এটি পোর্টেবল। তাই সেটআপ করতে হবে না।

সবাইকে ধন্যবাদ।

0 comments:

Post a Comment