Thursday, 8 December 2016

আপনার ব্লগ সাইট/ওয়েবসাইট এর টিউন সব চেয়ে সহজ উপাইয়ে কপি করা বন্ধ করুন

আশসালামু-আলাইকুম,
বন্ধুগণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালই আছেন। আমিও আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ (ভালো আছি) আজ আমি  আপনাদের সামনে হাজির হয়েছি একটি প্রয়জনিয় টিউন নিয়ে –

আশা করছি আপনাদের ভাল লাগবে

*
*কোন ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন এডমিন ভাইয়া*

বর্তমানে কপি পেস্ট বেপার টা অনেক সমস্যা হয়ে দারিয়েছে,কারন একজন অনেক কস্ট করে একটা কনটেন্ট লিখে অন্য জন সেটা কপই করে তার নামে চালিয়ে দেয়, এজন্য আজকে আমি আপদের দেখেবো কিভাবে কপি করা সারাজীবন এর জন্যে বন্ধ করেবেন, তো চলুন সুরু করা যাক ঃ

প্রথমেই বলি এটা কপি বন্ধ করার সব চেয়ে সহজ উপাই 

১ম আপনারা যেই ব্লগ এর কপি বন্ধ করতে চান সেটা লগ ইন করে Dashboard এ যান ,
Dashboard থেকে নিচের চিএ এর মত Layout এ ক্লিক করুন।




তারপর  যে কোন একপাশে থেক নিচের চিএ এর মত Add a gadget এ ক্লিক করুন




তারপর নিচের চিএ এর মত HTML /JAVA Script এ ক্লিক করুন



 

তারপর নিচের চিএ এর মত Content ঘরে 


 

কোড   এই লিং  নিয়ে নিন,

উপরের কোড টি বসিয়ে Save এ ক্লিক করেন,বেস কাজ কমপ্লিট,

এখন থেকে আর কেও আপনার সাইট এর কোন কিছু কপি করতে পারবে  না 
যদি কোন সমস্যায় পড়েন টিউমেন্ট করেবেন *আমি ইনশাআল্লাহ্‌ সাহায্য করবো *
আজ এই পর্যন্ত ,ভালো থাকবেন সবাই
আল্লাহ হাফেয।

আশা করি আপানাদের উপকার হবে,

ভালো লাগলে টিউমেন্ট করবেন সবাই

0 comments:

Post a Comment