কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিএলসি প্লেয়ারে বাংলা সাবটাইটেল ব্যবহার করে মুভি দেখবেন।
অনেকেই হয়তো এই সিস্টেমটি জানেন, তবে যারা জানে না আমি মূলত তাদের জন্যই এই টিউনটি করেছি। এটার মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে বাংলা সাবটাইটেলকে ভিএলসি প্লেয়ারে চালাবেন।
তার জন্য দুইটি সিস্টেম ফলো করে কাজটি করতে পারেন। আমি আজ দুটি সিস্টেমই আপনাদের সামনে তুলে ধরবো।
আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে সাবটাইটেলের রেগুলার যে ভার্সন .srt সেটি দিয়ে ভিএলসি প্লেয়ারে মুভি দেখা যায়না।
ভিএলসি মূলত .srt ভার্সনগুলোকে সাপোর্ট করে না। তার জন্য আমাদের লাগবে .ass ভার্সন। .ass হচ্ছে সাবটাইলের লেটেস্ট ভার্সন।
তাই আমাদের ভিএলসি প্লেয়ারে চালাতে হলে আমাদের অবশ্যই বাংলা সাবটাইটেলকে .ass এ রূপান্তরিত করতে হবে।
আরেকটা কথা বলে রাখা ভালো যে ভিএলসি কিন্তু ইংরেজি সাবের .srt ভার্সন অনুমোদন দেয়। শুধু বাংলার ক্ষেত্রেই দেয় না।
সাবকে কনভার্টের জন্য আমাদের Aegisub সফটওয়্যার লাগবে।
সফটওয়্যারটি লিনাক্স এবং উইন্ডোজ দুইটি অপারেটিংয়ের জন্যই আছে। আর কনভার্টের সিস্টেমটি একই।
প্রথম সিস্টেমটি একটু জটিল তাই সেটির জন্য ভিডিওটি দেখেন।
ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=h7B_lvVTwYQ
আর দ্বিতীয় সিস্টেমটি খুবই সোজা। তবে সেটা চালাতে হলে শুধু vlc nighty প্লেয়ার লাগবে। বর্তমানে ইন্টারনেটে ভিএলসি প্লেয়ারের ভার্সন ৩ এর একটি নাইটি ভার্সন আছে। এটা দিয়ে আপনি কাজটি করতে পারবেন।
তবে রেগুলার ভার্সনের মত সকল সুবিধা সেটাতে আপনি পাবেন না। সেটাতে অনেক বাগ আছে যেটার জন্য ভিএলসি প্লেয়ারের রেগুলার ভার্সনই ভালো। কিন্তু দ্বিতীয় সিস্টেমটির জন্য অবশ্যই নাইটি প্লেয়ারটি লাগবে।
এক্ষেত্রে শুধু বাংলা সাবের এক্সটেনশনকে চেঞ্জ করে দিলেই হবে। .srt কে চেঞ্জ করে .ass এ রিনেম করে দিতে হবে।
শুধু রিনেম করে দিলেই চলবে। এই নাইটি ভার্সনের এটাই সুবিধা।
তবে ভালো করে বাংলা সাব দিয়ে দেখতে হলে ভিএলসি প্লেয়ারের রেগুলার ভার্সনগুলোই লাগবে।
আজকের মত এখানেই শেষ।
ভবিষ্যতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে।
সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
0 comments:
Post a Comment