আশা করি আপ্নারা ভালো আছেন। আশা করি সকল মোডেম ইউজারদের টিউন-টি কাজে দিবে।
আমরা সাধারনত যেসব মোডেম ইউজ করি সেগুলোতে USSD চেক করা যায়না। অর্থাৎ মোডেম থেকে টাকা বা এম্বি বা অন্য কোনো প্যাকেজ এর অবস্থা চেক করা যায় না। ফলে আমাদের মোডেম খুলে কোনো ফোনে সিম দিয়ে চেক করতে হয়। এখন সেই দিন শেষ!! মোডেম লাগানো অবস্থাতেই আপনি USSD চেক করতে পারবেন। সফটওয়্যারটির নাম USSD Checker। এটা ডাউনলোড করে নিন তাহলেই সব বুঝে যাবেন। তবে USSD চেক করতে চাইলে মোডেম এর সফটওয়্যারটি ক্লোজ করে রাখতে হবে।
ডাউনলোড লিঙ্ক- Here
ধন্যবাদ। কোনো সমস্যা হলে জানাবেন
0 comments:
Post a Comment