পিসিতে আমরা প্রায়সই ইন্টারনেট ব্যবহার করি। কিনে হোক বা ফ্রিতে হোক এন্টিভাইরাস আমরা সকলে কমবেশী ব্যবহার করি। বরং যারা কিনে ব্যবহার করে তাদেরই পিসি তে ঘন ঘন প্রবলেম হয়। বিশ্বাস না হয় মিলিয়ে দেখবেন।
যাইহোক আজকাল একটা প্রবলেম প্রায় সমস্ত পিসি তে দেখা দিচ্ছে সেটি হল পিসি অন করার সঙ্গে সঙ্গে যেকোনো ব্রাউজার অটো মেটিক ওপেন হচ্ছে। কেটে দিলেও কিছুক্ষন পর পর ওপেন হচ্ছে। আমার পিসিতেও সেম প্রবলেম হয়েছিল। তারপর পিসি সেটাপ দিই কিনতু ২বার সেটাপ দেবার পরও এর সমাধান হয়নি। তারপর আমার এক বন্ধুকে ফোন দিই সে আমাকে এই সফ্ট টি দিল। এটি দিয়ে পিসি স্কান করার পর দেখছি পিসি পুরো ঠিক সেই সমস্যা জন্মের মত শেষ হয়েছে। এটি একটি পেইড সফ্ট এবং সঙ্গে রয়েছে ক্রাক ফাইল অর্থাৎ লাইসেন্সের ঝামেলা নেই। তাই এই সমস্যা হবার আগেই সফ্টটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন।
Screenshot:
সমস্ত রকম পেইড এপ, গেম, সফ্ট(পিসি এবং মোবাইল) ডাউন লোড করতে এই সাইটে ক্লিক করুন
Recomanded:
Hotstar v7.1.7 Premium Feature unlock(Ad Free) APK
ভাল থাকবেন সবাই ধন্য বাদ।
0 comments:
Post a Comment