সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। পিসি আমরা অনেকেই ব্যবহার করি তার মধ্যে আবার অনেকে বারির বাইরে অফিসের কাজে ল্যপটপ ব্যবহার করি। অফিসের কাজের চাপে আমরা একথা ভুলে যাই যে পিসির ব্যটারির যত্ন নেওয়া দরকার। যার ফল স্বরুপ কিছুদিনের মধ্যে ব্যাটারি ব্যকআপ কমে যায় এবং ১০০%চার্জ হবার আগেই চার্জিং বন্দ হয়ে যায়। ধীরে ধীরে ব্যাটারির ব্যকআপ একেবারেই কমে গিয়ে ব্যটারি নস্ট হয়ে যায়। ল্যপটপ কেনা হয় এই আশায় যে প্রয়োজনে বাড়ির বাইরে কাজের জন্য কিন্তু সেই ল্যপটপেই যদি ডেক্সটপ এর মতো সবসময় চার্জার গুজে রাখতে হয় তাহলে দু:খের অন্ত থাকে না। আমার পিসি তেও এরকম হয়ে ছিল কিন্তু ওয়ারেন্টি শেষ হবার কিছুদিন অাগে তাই আমাকে রিপ্লেস করে নতুন দিয়েছিল কোম্পানী। কিন্তু ওয়ারেন্টি শেষ হয়ে গেলে একগাদা টাকা দিয়ে কিনতে হত।
কিন্তু সামান্য একটু কাজ করে এই সমস্যা যাতে না হয় তার চেষ্টা আমরা করতে পারি।
প্রথমত,
দিনের বেলা ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে।
দ্বিতীয়ত,
সবসময় চার্জিং কেবিল লাগিয়ে রাখা যাবে না। চার্জ ফুল হয়ে গেলে ডিসকানেক্ট করতে হবে।
তৃতীয়ত,
২০% এর নীচে নামলে তবেই চার্জ করতে হবে।
প্রথমত,
দিনের বেলা ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে।
দ্বিতীয়ত,
সবসময় চার্জিং কেবিল লাগিয়ে রাখা যাবে না। চার্জ ফুল হয়ে গেলে ডিসকানেক্ট করতে হবে।
তৃতীয়ত,
২০% এর নীচে নামলে তবেই চার্জ করতে হবে।
সর্বপরি ব্যাটারির যত্ন নেবার জন্য আমি আপনাদের একটি ছোট্ট পেইড এপ দিয়ে দেব। সাইজ মাত্র ২এমবি। এটি নিজের থেকে ব্যাটারির যত্ন নেবে। এবং চার্জ হবার পরও অনেক্ষন প্লাগ ইন থাকলে এটি অতিরিক্ত চার্জ কে ডিসচার্জ করে ব্যাটারি রাখে সবদিক থেকে সুরক্ষিত।
সফ্টওয়ার ডাউনলোড লিংক।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই অনেক ভাল থাকবেন। ধন্যবাদ।
0 comments:
Post a Comment