Saturday, 23 June 2018

ফ্রিতে কপিরাইটমুক্ত ছবি ডাউনলোড করার ১০ টি অসাধারণ ওয়েবসাইট



গ্রাফিক্স ডিজাইনিং কিংবা ইউটিউবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের একটি জিনিসের প্রয়োজন হরহামেশাই পরে, আর তাহলো ছবি। তাই বেশির ভাগ লোকেই গুগল সার্চ করে সেখান থেকে ছবি ডাউনলোড করে, তা ব্যবহার করে। কিন্তু এর একটি বড় সমস্যা হল গুগলে থাকা বেশির ভাগ ছবিই কপিরাইট করা। আর কপিরাইট করা কোন কিছু বিনা অনুমতিতে ব্যবহার করা একটি দণ্ডনীয় অপরাধ। এমনকি আপনি যদি আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউবে গুগল এডসেন্স ব্যবহার করে থাকেন এবং সেখানে কপিরাইটেড ছবি ব্যবহার করেন। তাহলে গুগল আপনার এডসেন্স একাউন্টি বন্ধ করে দিবে। আর তাই আমাদের যেকোনো কাজে কপিরাইটমুক্ত ছবি ব্যবহার করা উচিত। এখন হয়তো অনেকেই ভাবছেন কপিরাইটমুক্ত ছবি কথায় পাওয়া যায়। আর তাই আমি নিচে ১০ টি সাইটের নাম দিচ্ছি, যেখান থেকে আপনি আপনার মনের মতো কপিরাইমুক্ত ছবি  ডাউনলোড করতে পারবেন।
  1. pixabay.com
  2. pexels.com
  3. unsplash.com
  4. realisticshots.com
  5. lifeofpix.com
  6. gratisography.com
  7. stocksnap.io
  8. stokpic.com
  9. splitshire.com
  10. negativespace.co

0 comments:

Post a Comment