Monday, 19 March 2018

যে কোন ধরনের PDF কে Edit করুন এবং সকল PDF কে একটি ফাইল করুন সুন্দর এই সফটওয়ারের মাধ্যমে ফুল ভাসন ১০০ পরিক্ষিত

আমরা সাধারনত জানি যে পিডি এফ ইডিট করা যায় না। কিন্তু একটি অসাধারন সফটও্য়্যারের মাধ্যমে পিডি এফ এডিট করা যায়। নিন্মে তার সুবিধা দেওয়া হল।
এখান থেকে Download
ফুল ভাসন ডাউনলোড করে নিন। আশা করি সবাই জানেন কিভাবে Crack ফাইল কপি পেষ্ট করতে হয় ওগুলো লেখে সময় নষ্ট করলাম না আর। শুধু বলব C ড্রাইভে গিয়ে প্রগাম ফাইলের ভিতরে ফক্সিট পিডি এফ গিয়ে তারপর আপডেটর যে ফাইলটি থাকবে সেটি ডিলেট করে দিবেন।
১। এর মাধ্যমে সকল ধরনের পিডি এফ এডিট করা যায়। ইডিট করতে ইডিটে ক্লিক করুন।
২। এর মাধ্যমে সহজেই সকল ধরনের পিডি এফ কে বাইন্ড করে একটি ফাইল করা যায়। কন্ভাট এ পাবেন।
উপরের ছবির মত করে কনভাট করা যায়।
তারপর সেইভ করা যায়।
৩। পিডি এফ এ পাসওয়াড দেওয়া যায়।
Image result for PDf Password
৪। পিডি এফ পড়তে পারবে কিন্তু পরবতির্তে চেইঞ্জ করতে পারবে না তাও করা যায়।
৫। এটি ফুল ভাসর্ন সুতরাং এর মেয়াদকাল নিয়ে ভাবনা নয়।
আশা করি অল্পের মধ্যে বুঝাতে পেরেছি।

0 comments:

Post a Comment