কাজের কাথাই আসা যাক, এই কাজটি করতে আমাদের কোনো সফ্টওয়ার বা টুল ব্যবহার করতে হবে না।
আর এই কাজটি করা যাবে উন্ডোজে ৭, উন্ডোজে ৮ বা ৮.১ ও উন্ডোজে ১০ এ।
প্রথমে আপনাকে ২ র্পাটিশন সিলেক্ট করতে হবে যা আপনি এক সাথে করতে চান।
* প্রথমে উন্ডোজে স্টাট আইকনে রাইট ক্লিক করে আপশন মেনু থেকে disk managemant প্রবেশ করুন।
* তারপর যে ২টি র্পাটিশন এক করতে চান সেই র্পাটিশনের ডান সাইটে থাকা র্পাটিশন টি (ডিলেট করার পূর্বে ডাটা বেকাপ নিয়ে রাখবেন) ডিলেট করে দিন।
* র্পাটিশন ডিলেট করার পর free space দেখাবে।
* এখন যেই র্পাটিশনটির সাথে এড করতে চান সেই র্পাটিশনে রাইট ক্লিক করুন।
* অপশন মেনু থেকে Extend Volume ক্লিক করুন।
* পর্দায় Extend Volume Wizard আসবে সেখান থেকে next এ ক্লিক করুন।
* disk size দেখে next এ ক্লিক করুন এবং ফিনিশ করুন।
দেখনু ২টি র্পাটিশন এক সাথে হয়ে গেছে এবং আপনার ডাটা ও ডিলেট হয়নি।
কেও না বুঝলে এই ভিডিওটি দেখতে পারেন।
0 comments:
Post a Comment