আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। যাই হউক আবার নতুন একটা টিপস নিয়ে হাজিল হলাম। আজকের টিপস মুলত যারা মোবাইল দিয়ে ইউটিউব এ কাজ করেন তাদের জন্যে।
আজকে এমন কয়টা এপ্স এর কথা বলব যা প্রত্যেক মোবাইল ইউটিউবারদের কাছে থাকা অবশ্যক।
যারা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে চান তারা আমার এ ভিডিও দেখে আগে চ্যানেল খুলে নিন।
যে এপ্স গুলোর কথা বলছিলাম।
১. Youtube Creator Studio: এ এপ্স দিয়ে খুব সহজে আপনার চ্যানেল ম্যানেজ করতে পারবেন। কেউ আপনার ভিডিওতে টিউমেন্ট করলে রিপলে দিতে পারবেন। অর্থাৎ Youtube এর যে creator option থাকে তা দিয়ে যা করতে পারেন এ এপ্স দিয়ে সব করতে পারবেন।
২. Tag Youtube: এ এপ্স দিয়ে অন্য ভিডিওর ট্যাগ দেখতে পারবেন। এবং আপনার ভিডিও কি ট্যাগ ব্যবহার করবেন সে আইডিয়া নিতে পারবেন।
৩. Google Adsense : এ এপ্স দিয়ে খুব সহজে আপনার আর্নিং দেখতে পারবেন।
৪. Games Screen Recorder: এই এপ্স দিয়ে কোন প্রকার যামেলা ছাড়াই Screen Record করে টিউটোরিয়াল make করতে পারবেন।
অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবসক্রাইব করুন।
ভিডিওটা দেখুন।
0 comments:
Post a Comment