Friday, 6 October 2017

ফেসবুকের লগিন এপ্রুভাল সমস্যার সমাধান নিন আজীবনের জন্য, সিম হারিয়ে গেলেও কোড পেতে সমস্যা নেই



এইটা ব্যবহারের সুবিধা গুলি আগে বলিঃ-

আপনার সিম এর থেকে কোড নেওয়ার দরকার নেই। যাদের একাদিন আইডি একাদিন লগিন এপ্রুবাল দেওয়া বার বার সিম খোলার দরকার নেই। সিম হারিয়ে গেলেও কোড পাবেন।
এবং ইন্টারনেট না থাকলেও আপনি ৩০ সেকেন্ড পর পর নতুন কোড পাবেন। টুইটার, জিমেইল সহ সব একাউন্টেই এই এপ ব্যবহার করা যাবে। 
এক এপেই আপনি শত শত আইডি বা জিমেইলের লগিন এপ্রুবাল কোড পাবেন।

কাজের নিয়মঃ ভিডিওটি দেখুন সহজে বুঝবেন।



1. প্রথমে আপনারা প্লে স্টোর থেকে Google Authenticator এপ ডাউনলোড করে নিবেন,
২. এর পরে CM Browser বা google chrome ডাউনলোড দিয়ে নিবেন
৩.তার পর ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করবেন। গুগল ক্রমি বা সি এম ব্রাউজার। আমি সি এম ব্রাউজার ইউজ করেছি।

৪. এবার ফেসবুক আইডির মেনু থেকে একাউন্ট সেটিং এ যাবেন। এখান থেকে Security and login এ যাবেন।

৫. এবার Use two-factor authentication যাবেন। নেক্সট স্টেপ টা খুব ভালো করে দেখুন।
Code Generator · Disable
You can use Code Generator in your Facebook mobile app to reset your password or to generate login
codes. Set up a (third party app) to generate codes.
৬. ব্রাকেট এর ভিতরের third party app লেখায় ক্লিক করবেন। ফেসবুকের আইডির পাসওয়ার্ড আবার দিতে বলতে পারে দিবেন। এবার স্ক্রিনে Set Up Now তে ক্লিক করবেন, দেখবেন আপনার গুগুল অথোকানেক্টর এপ এ আপনার ফেসবুক আইডির ইউজার আর ৬ ডিজিটের একটা কোড আসছে।
৭. এবার এই কোড এর উপরে জোড়ে প্রেস করে রাখুন উপরে কপি চিহ্ন তে ক্লিক করে কপি করুন।
৮. আবার সেই ব্রাউজারে গিয়ে সিকুরিটি কোড এ আপনার কপি করা কোড দিন। ব্যাস টেস্ট এ ক্লিক করার পরে একটিভ হয়ে যাবে।

0 comments:

Post a Comment