Saturday, 7 October 2017

ডিজেবল ফেসবুক একাউন্ট টি রিকুভার করে নিন মাত্র ২ ঘন্টায়!! নিও ট্রিক্স দেখে নিন না দেখলেই চরম মিস!




ফেসবুক ডিজেবল একাউন্ট ব্যাক


টিউটোরিয়ালে যা যা থাকছে

  • ফেসবুক একাউন্ট এক্টিভ করা
  • কিভাবে সাবমিট করতে হয়
  • কত সময় লাগে
  • কি সাবমিট করবেন
লিঙ্ক সহ
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন! :mrgreen:
এটা আমার ২য় টিউন টেকটিউনে,প্রথম টিউন ছিলো এন্ড্রোইড এফ আর পি সলিসন! 😎
যাই হোক আজ দেখাবো কি করে আপনার প্রেটেন্ডিং ডিসেবল একাউন্ট কি করে কয়েক ঘন্টায় খুব সহজেই রিকোভার করা যায়! 😎
অনেক সময় শখের আইডি টা নষ্ট হলে খুব ই কস্ট লাগে  যা বলে বুঝাবার মতন নাহ! 😐
অনেকে অনেক এক্সপার্ট দের কাছে সাহায্য নেন, এমন কি আইডি পাসওয়ার্ড ও পার্সোনাল ইনফরমেশন দিয়ে থাকেন তারপরেও কোন কাজ হয় নাহ! 🙁
হয়তবা তারা অন্য কাজে বেস্ত থাকে তাই বেশি একটা গুরুত্ত থাকে নাহ 😕
তাই আসুন নিজেই এই পদ্ধতি ব্যবহার করে ব্যাক আনুন অল্প সহজেই 😈
নিচে নিয়ম দেওয়া হল, ➡
প্রথমে আপনি আপনার ফোন থেকে গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন, অন্য ব্রাউজার হলেও চলবে কিন্তু ক্রম ব্রাউজার হলে বেশি ভালো হয়!
ক্রম ব্রাউজারের হিস্টোরি তে ক্লিক করে  ক্লিন করে নিবেন ডাটা অর কাচা!
তারপর সার্চ অপশনে ক্লিক করে এই লিঙ্কে যাবেন
আপনার আইডি কার্ড সাবমিট করবেন এবং আপনার ডিজেবল আইডির ইমেইল ইউজ করবেন!
আপনার ভোটার আইডি কার্ড বা স্মারট কার্ড বা পাস্পোর্ট এর ছবি ক্লিয়ার করে ফোনের কেমেরা দিয়া তুলবেন!
অবশ্যই ক্লিয়ার থাকতে হবে,
আপনার ফেসবুক একাউন্টে যেই নাম আর বয়স থাকবে সেই নাম আর বয়স অবশ্যই অবশ্যই মিলতে হবে না হলে আইডি ব্যাক আসবে নাহ!
ফোটো সেন্ড করার পর এই মেসেজ টি লিখবেন,
Hello Sir. I Send My Votar Id Card And Back Side Photo Please Review It And Give Me Permission Access My Account.Thank You.
এখন ওয়েট করুন ১২ ঘন্টা, মাঝে মাঝে ২ ঘন্টা লাগে আবার ২৪ ঘন্টা অ লাগে, কাজ করবে ইনশাআল্লাহ!
যারা অনেক বার সাবমিট করেও রিপ্লে পাচ্ছেন নাহ তারা এভাবে চেস্টা করবেন কাজ হবেই!
আপনাদের সুবিদার্থে একটি ভিডিও আপলোড করেছি!!


14 comments:

  1. ভাইয়া যদি নিজের আইডি কার্ড না থাকে তখন কি করতে হবে??

    ReplyDelete
    Replies
    1. ভুয়া বানাই নিয়েন

      Delete
  2. Thank you sir, i will try as per your suggestions.

    ReplyDelete
    Replies
    1. Amr to smartcard ny,, r votr id carder sathe nam o date of bath mil ny, ki korte pari. Id ta amr kub dorkr
      Plz help me bro.
      Now new id. alex suzan plz help me

      Delete
    2. বস,,,, নিজের রিয়েল NID Card না থাকলে একটা ভুয়া আইডি কার্ড বানাই নিয়েন। তারপর সাবমিট দিয়েন।

      Delete
    3. যদি কেউ অনেক আগে আইডি খুলে এবং ঐখানে কি জন্ম তারিখ দিয়েছে মনে নেই--

      সেক্ষেত্রে কি করার কারণ একটি ভুয়া NID খুললেওতো আগের ফেসবুক আইডির সাথে জন্মতারিখ এবং সন মিল থাকতে হবে --
      যেহেতু বতমানে ফেসবুক আইডি ডিজেবল, তাই আইডি তে তো ঢুকে দেখারও উপায় নেই যে ফেসবুক আইডিতে জন্ম তারিখ ও সন কি দেওয়া ---
      সেক্ষেত্রে আইডি টা উদ্ধারের উপায় কি

      Delete
  3. যদি কেউ অনেক আগে আইডি খুলে এবং ঐখানে কি জন্ম তারিখ দিয়েছে মনে নেই--

    সেক্ষেত্রে কি করার কারণ একটি ভুয়া NID খুললেওতো আগের ফেসবুক আইডির সাথে জন্মতারিখ এবং সন মিল থাকতে হবে --
    যেহেতু বতমানে ফেসবুক আইডি ডিজেবল, তাই আইডি তে তো ঢুকে দেখারও উপায় নেই যে ফেসবুক আইডিতে জন্ম তারিখ ও সন কি দেওয়া ---
    সেক্ষেত্রে আইডি টা উদ্ধারের উপায় কি

    ReplyDelete
  4. যদি কেউ অনেক আগে আইডি খুলে এবং ঐখানে কি জন্ম তারিখ দিয়েছে মনে নেই--

    সেক্ষেত্রে কি করার কারণ একটি ভুয়া NID খুললেওতো আগের ফেসবুক আইডির সাথে জন্মতারিখ এবং সন মিল থাকতে হবে --
    যেহেতু বতমানে ফেসবুক আইডি ডিজেবল, তাই আইডি তে তো ঢুকে দেখারও উপায় নেই যে ফেসবুক আইডিতে জন্ম তারিখ ও সন কি দেওয়া ---
    সেক্ষেত্রে আইডি টা উদ্ধারের উপায় কি

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. আমার ফেইসবুকএকাউন্টতো জিমেল দিয়া খোলা না এখন আমি কি করবো?

    ReplyDelete
  7. ভাইয়া জিমেইল তো ডিজেবল দেখায় সাবমিট দিলে😥

    ReplyDelete