Tuesday, 25 April 2017

Exit the IDM enter the EagleGet- ‘ঈগলগেট EagleGet’ দিয়ে ডাউনলোড করুন যে কোনো ফাইল সারাজিবন

"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
আসসালামু আলাইকুম,

বন্ধুরা আল্লাহর ইচ্ছায় সবাই ভাল আছেন নিশ্চয়ই। আমিও ভাল আছি।

তাহলে চলুন দেরি না করে মূল টিউনে ফিরে যাই।

বন্ধুরা ডাউনলোডের ক্ষেত্রে আপনাদের আর ঝামেলা পোহাতে হবে না আশাকরি।

এসে গেল IDM চেয়েও শক্তিশালী  Internet download manager। তাও আবার একদম ফ্রী।

রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। আপনার পছন্দের যে কোনো ফাইল অয়ানাসেই ডাউনলোড করুন এই সফটওয়্যার দিয়ে।

প্রচণ্ড গতি সম্পন্ন এই সফটওয়্যারটি মূলত একটি (Chrome Extension) “ক্রোম এক্সটেনশন ”।

তবে Mozilla Firefox,  Internet Explorer, এবং Opera ব্রাউজারেও Integrate করার মাধ্যমে এটি ব্যবহার করা যাবে।

সফটওয়্যারটির নাম হচ্ছে  EagleGet "ঈগল গেট"। ঈগলের মতই যার কাজ।

এই EagleGet ডাউনলোড ম্যানেজার নিয়ে টেকটিউনসে আমার পূর্বের টিউন টি একবার দেখে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে।
EagleGet

এখন থেকে “ঈগলের মত ছোঁ” মেরে ডাউনলোড করুন যে কোনো ফাইল !!

সুতরাং বন্দুরা IDM নিয়ে আর সময় নষ্ট না করে দ্রুত নিয়ে নিন  "ঈগল গেট" (EagleGet)।

কিভাবে  EagleGet ডাউনলোড এবং ইন্সটল করবেন ? 

নিচের ভিডিও টি দেখুন পানির মত পরিষ্কার হয়ে যাবে।


ডাউনলোড লিঙ্কঃ এখান থেকে।

টিউন্টি ভাল লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের  জানাতে ভুল করবেন না।

ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment