Wednesday, 22 March 2017

Relax Melodies Pro- যাদের ঘুম নিয়ে সমস্যা তাদের জন্য যুগান্তকারী সমাধান!

Relax Melodies Pro Sleeps Well

যাদের ঘুম নিয়ে সমস্যা, অনেক চেষ্টা করেও ঘুম ভাল হয়না, বা যারা চিন্তাগ্রস্থ থাকেন, বা যারা অনেক জ্যাম বা কোলাহলের কারণে অতিষ্ঠ,

তাদের জন্য ভাল একটি সমাধান হতে পারে এই অ্যাপটি।

ধরুন আপনি গাড়িতে বসে আছেন,জ্যাম,ভীড় এ আপনার মাথায় যন্ত্রণা হচ্ছে

তখন যদি আপনি এই অ্যাপের ১১০ টি মেলোডি সাউন্ডের মাঝে ইচ্ছামত সাউন্ড সিলেক্ট করে কানে ইয়ারফোন দিয়ে শুনতে থাকেন মনো্যোগ দিয়ে বা এর মেডিয়েশন শুনতে থাকেন

তাহলে আপনার মন মাইন্ড চেঞ্জ হতে বাধ্য।

বা ধরুন অনেক গরম বা অন্য কারণে রাতে আপনার ঘুমাতে সমস্যা হচ্ছে,

আপনি যদি এই অ্যাপের মাঝে বৃষ্টির রিমঝিম শব্দ,টিনের চালে বৃষ্টি পরার শব্দ,নদীর কলকল পানির শব্দ, বিজলি চমকানোর শব্দ,

সাথে মেলোডি বাশির সুর আর পিয়ানোর মিউজিক এক করে শুনেন তাহলে জাস্ট একবার ফিল করে দেখেন আপনি কোথায় হারিয়ে যাবেন।

জাস্ট অভাবনীয়,মুগ্ধকর মাথা নষ্ট করার মত ভাল একটি অ্যাপ নিয়ে এসেছি আপনাদের জন্য,

যার মাধ্যমে আপনার ঘুম হবে একদম শান্তিময়,যাদের ঘুম আসেনা তাদের ও ঘুম আসবে এই অ্যাপের মাধ্যমে।

জাস্ট একটা বার ট্রাই করে দেখুন,এই অ্যাপটি আপনার মনে,মগজে এক অপার শান্তি এনে দিবে,

আপনি চিন্তাগ্রস্থ থাকলে আপনার চিন্তা দূর করে দিবে।

অ্যাপটা যে আমার কাছে কতটা ভালোলাগে তা বলে বুঝাতে পারবোনা।

তাই বলবো জাস্ট একবার ট্রাই করে দেখুন।



ডাউনলোড লিংক:

এখানে ক্লিক করে ডাউনলোড করুন

ডাউনলোড করতে UC বা Mozilla ব্রাউজার দিয়ে লিংকে গিয়ে নিচের দিকে Download লেখার নীচের টিক তুলে দিয়ে সেই Download লেখাতেই ক্লিক করুন।

পরের পেইজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।

কিছু বৈশিষ্ট্য:



এটি প্রিমিয়াম ভার্সন,প্লেস্টোরে যার মূল্য প্রায় ৪ ডলার এবং এর রেটিং ৫ এর মধ্যে ৪.৮!!!

কিন্তু আপনি এখান থেকে ফ্রীতেই ডাউনলোড করে নিতে পারছেন।

ফ্রী ভার্সন থেকে এই ভার্সনের ফিচার অনেক বেশি, প্রায় ১১০ টি মেলোডি সাউন্ড রয়েছে এতে।

আরো রয়েছে Meditation যার মাধ্যমে আপনাকে অনেক উৎসাহমূলক কথা আর অপার মেলোডি দিয়ে আপনার অস্থির মন কে শান্ত করে তুলবে।

আর ঘুম আসতে বাধ্য 😀

আরো আছে টাইমার,মানে আপনি টাইম সিলেক্ট করে সাউন্ড শুনতে পারবেন বা সারা রাত ই শুনতে পারবেন।

ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলতে থাকবে,আপনি অন্য কাজ ও করতে পারবেন।

আর সম্পূর্ণ অফলাইন!!আরো অনেক ফিচার রয়েছে যা ব্যবহার করলেই বুঝবেন

আজকের মত এখানেই সমাপ্তি।

আশা করি টিউন টি আপনাদের ভালোলাগবে।

তাই,টিউন টি অনেক বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

যাতে সবারই উপকারে আসে।

ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment