Friday, 3 March 2017

ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন আপনার অ্যান্ড্রোয়েড ফোনে

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আজ আমি ২য় টিউন নিয়ে হাজির হলাম। আশা করি আজকের টিউনটি আপনাদের কাছে আরো আনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে দেই।

প্রথমেই বলি এই ট্রিকটা  আমি সংগ্রহ করেছি।

কেউ যদি এর অপব্যবহার করেন তাহলে আমি দায়ি থাকবনা। ফ্রিতে ফেসবুক চালাতে গেলে আপনার ফোনে টাকা/এম্বি জিরো রাখতেই হবে।

আগেই কলে নেই এই সিস্টেমে শুধু মাত্র ব্রাউজ এবং ফটো ডাউনলোড করতে পারবেন।

এটি কোন ধরনের জটিল বিষয় নই।

এজন্য সর্ব প্রথমেই  আপনাকে একটি ইউসি ব্রাউজার ডাউনলোড করতে  হবে।

মিনি ইউসি ব্রাউজার টি ব্যবহার করা যাবে না এটা অফিশিয়াল PLay Store থেকে  UC Browser -Fast Download  এটি ডাউনলোড করে Open করুন।

ডাউনলোড করা না থাকলে নিচ লিংঙ্ক থেকে ডাউনলোড করুন।

Click here to Download

অমি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রত্যেকটা ধাপ  বুঝিয়ে দিলাম।


  • . প্রথমে UC Browser টি Open করুন। তারপরে সেটিংস এ যান
  •  
  • ২. এখন Cloud Boost অপশনে ক্লিক করুন
  •  
  • ৩. এখন সবগুলো অপশন থেকে Unmark করে Ok করুন
  •  
  • ৪. এখন m.Facebook.com এ যান
ইনশাআল্লাহ আশা করি কাজ হয়ে যাবে। আমি এখনও ফ্রি চালাচ্ছি।

টিউনটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সবাই ভালো থাকুন।

0 comments:

Post a Comment