Friday, 24 March 2017

ফিরিয়ে নিন ডিলেট হওয়া মেমোরী কার্ড থেকে বা হার্ড ড্রাইফ থেকে ডিলিড হওয়া সকল ফাইল 7-Data Card Recovery সাথে লাইসেন্স কি ফ্রী।

সাবাই ভাল আছেন তো ?

সকলকে জানাই আমার 16 কম টিউনের শুভেচ্ছা।

অিনেক দিন ধরে ডাটা রিকোভার  সফটয়্যার নিয়ে ভাবছিলাম।

অনেক সুন্দর একটা ডারা কিরোভার খুজে পেলাম  তাই সবার সাথে শেয়ার করলাম।

কি কি করতে পারব

  • ডিলিট হয়ে যাওয়া সকল ফাইল ফোল্ডার রিকোভার করা যাবে।
  • অডিও ভিডিও, পিকচার মোট কথা সকল কিছু ফেরত আসবে।

কি ভাবে ডাউনলো করবেন

1. প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।

2. ডাউনলোডে ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে  এখান থেকে লাল চিহ্নে দেয়া  ফ্রী ডাউনলোড এ ক্লিক করুন।



3. এবার  নিচের চিত্রের মত আসবে এখান থেকে নো থ্যাংক এ ক্লি করুন।




4. এবার এই রকম আসবে এখান থেকে জিপ ফাইলটি Download করে নিন।



এবার কি ভা্বে ইনস্টল করব

  • ডাউনলোড শেষে ফাইলটি ইস্কট্রাশন করুন।
  • নেট কানেক্ট অফ রাখুন।
  • অনান্য সফটয়্যারের মত ইনষ্টল করুন।
  • ওপেন করুন।
  • রেজিষ্টারে ক্লিক করুন।
  • কি গান টি ওপেন করুন।
  • নেইম এর ঘরে  নাম টি কপি করে পেষ্ট করুন।
কি-র ঘরে কি টি কটি করে পেষ্ট করুন।


ফেইসবুকে আমি
এবার নিশ্চিন্তে ব্যবহার করুন।

ধণ্যবাদ সবাইকে।

যদি কারো উপকারে আসে আমার পরিশ্রম সার্থক  হবে।

বুজতে সমস্যা হলে টিউমেন্ট বক্সে জানাবেন।

0 comments:

Post a Comment