আমার মত যারা ছাত্র, তারা ইচ্ছে মত নতুন সব গ্যাজেট কিনতে পারিনা।
আর ধরে নিলাম ফিন্যানশিয়াল দিক থেকে কোন সমস্যা নেই তবুও আরেকটি বাধা হয়ে দাঁড়ায় ফ্লেক্সিবিলিটি। আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের এক্সটার্নাল মনিটরটি সবখানে নিয়ে ঘুরতে পারিনা।
ভাবুন আপনি একজন ইউটিউবার এবং কোন কাজে বাইরের জেলা বা দেশে যাচ্ছেন। যেখানে আপনার ডেডলাইন এর আগে প্রজেক্ট শেষ করা অত্যন্ত জরুরী।
এখন নিশ্চয়ই আপনি আপনার ল্যাপটপের এর সাথে এক্সটার্নাল মনিটরটি নিয়ে যেতে পারবেন না।
তবে চিন্তা নেই, এ সমস্যার সমাধান আমি দিচ্ছি।
দারুন হবে না এসব মাল্টিটাস্কিং বা সহজ কথায় এক্সটার্নাল মনিটর হিসেবে আপনার এন্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করতে পারলে।
আচ্ছা এবার আসল আলাপে আসি কিভাবে এটি বাস্তবে পরিনত করবেন।
এপ্স এর ডাওনলোড লিংকসঃ
1. এপ্লিকেশন দুটি ইন্সটল করার পর আপনার পিসি এবং স্মার্টফোন/ট্যাব কে একই ওয়াইফাই নেটওয়ার্ক এ কানেক্ট করুণ।
2. দুটি ডিভাইসেই এপ্স দুটি চালু করুণ। এবং এন্ড্রয়েড এপ্সটিতে CLOSE অপশন এ ক্লিক করুন।
এবার আপনার কম্পিউটারের আইকনে ক্লিক করুন।
3. আপনার পিসিতে ঠিক এমন একটি পপ আপ দেখাবে YES ! চাপুন।
4. এবার আপনার Smartphone or TAB এমন কানেক্টিং প্রসেস দেখাবে।
5. কিছুক্ষন পরেই আপনার স্মার্টফোন বা ট্যাব এ আপনার পিসি এক্সটেন্ডেড স্ক্রিন দেখতে পাবেন।
* Here are some of my activities to show it works
0 comments:
Post a Comment