Thursday, 5 January 2017

হার্ডডিস্ক বা পেনড্রাইভের ছবি বা কোন ফাইল হারিয়ে গেলে কি করবেন ?? [ মাত্র ৫ এম.বি Recovery সফটওয়্যার ]

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাই কেমন আছেন ??

আশা করছি অনেক ভাল আছেন। অনেক দিন থেকে ভাবছি আপনাদের কিছু একটা উপহার দিবো।

কিন্তু যেনতেন  জিনিস তো আর আপনাদের উপহার দিতে পারি না। 😛 তাই আপনাদের নতুন  স্পেশাল কিছু উপহার দিতেই  আজকের টিউন 😛

সরাসরি আজকের টিউন নিয়ে বলব।

অনেক সময় আমাদের কোন ভুলের কারনে হার্ডডিস্ক বা পোর্টেবল ড্রাইভ থেকে অনেক জরূরী ফাইল বা পিকচার ডিলিট হয়ে যায়।

বিষয়টা অনেকটাই অনাকাঙ্খিত এবং দু:খ-জনক।

But ঐ সময় কিছু করার থাকে না। অনেকেই সেই সময় বিভিন্ন রিকভারি সফটওয়্যারের সাহায্য নেন।

But সেই সফটওয়্যার গুলো ১০ থেকে ৩০  ঘন্টা সময় নেয় রিকভারি করতে। তার ওপর আবার বেশিরভাগ ফাইল আসে না বা ফাইল  কাজ করে না।

এখন  কি করবো ??? :(:(

আমারও এমন এক সমস্যা হয়েছিল সেই মুহূর্তে আমি কি করেছিলাম।

আর কিভাবেই বা ফাইল ফিরে পেয়েছিলাম তা ভিডিও  -টা দেখলেই বুঝতে পারবেন।

আর হ্যা,  যে সফটওয়্যার এর সাহায্যে সকল পিকচার বা ফাইল ফিরে পেয়েছিলাম তা হলো :-

Minitool Power Data Recovery..

সফটওয়্যারটি মাত্র  ৫.৩ এমবি।

চাইলেই অফিসিয়াল সাইট থেকে ফ্রি ট্রায়াল ডাউনলোড করে নিতে পারেন।

অফিসিয়াল সাইট লিঙ্ক :   এখানে ক্লিক করেন

অফিসিয়াল  ফ্রি ট্রায়াল ডাউনলোড  লিঙ্ক (উইন্ডোজ) : এখানে ।

আর যদি ফুল ভার্সন ব্যবহার করতে চান তবে আমার আপলোড করা মিডিয়াফায়ার এর ডাউনলোড  লিঙ্ক

এখানে ক্লিক করেন

 ফুল ভার্সন 😛 😛 😛

ভিডিও

 

সফটওয়্যার টি  আমার কাছে অনেক হেল্পফুল।

তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

যদি আজকের এই টিউনটি আপনাদের কাছে ভাল লাগে তবে একটু সময় ব্যয় করে টিউমেন্ট কইরেন।

আজকের মত এখানে ই    টা টা।😛  😛  
:-)

দেখা হবে পরবর্তি কোন দিন। 

নতুন কোন স্পেশাল জিনিস নিয়ে। সেই প্রত্যাশায়।  সবাই ভালো থাকবেন। কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ  ।

0 comments:

Post a Comment