Thursday, 5 January 2017

এখন যেকোন ফরমেটের ভিডিও চালান আপনার এনড্রয়েডের MX প্লেয়ারে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমিও ভালই আছি।

কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল কা্জ আর সেটা হলো কিভাবে এন্ড্রয়েডের MX প্লেয়ারে সব ধরনের ভিডিও প্লে করা যায়।


সাধারনত আমরা সবাই মোটামুটি জানি যে কিভাবে আনসাপোর্টেড ফরমেটের ভিডিও চালানো যায় বা


কিভাবে আনসাপোর্টেড ফাইলের এক্সটেনশন  MX প্লেয়ারে যোগ করতে হয় কিন্তু  সমস্যা লাগে হল AC3 codec  অডিও ফরমেট যুক্ত ভিডিও নিয়ে,

এই ধরনের ভিডিও ফাইলের অডিও চলেনা যদিও ভিডিও ঠিক ই দেখা  যায়।

তাই আসুন দেখে নেই কিভাবে কি করবেন। প্রথমে এই লিংক থেকে ফাইল টা ডাউনলোড করে এক্সট্রাক্ট কর নিন, 

তারপর MX প্লেয়ারের সেতিং থেকে কোডেক টি লোড করে MX প্লেয়ার টি রিস্টার্ট করুন মানে ক্লোজ করে আবার ওপেন করুন

এবার দেখুন  AC3 এর বাপ ও চল্বে।বিশ্বাস নাহলে চেষ্টা করেই দেখুন।

বুঝতে সমস্যা হলে আমাদের চ্যানেলের আপলোড করা এই ভিডিও টিউটোরিয়াল টি দেখেও করতে পারেন।





ধন্যবাদ সবাইকে সমস নষ্ট করে আমার লেখা পড়ার জন্য। আমাদের ফেসবুক পেজে ঘুরে আসার আমন্ত্রন রইল

0 comments:

Post a Comment