Monday, 30 January 2017

কম্পিউটারের হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ড্রাইভ কিভাবে FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করবেন?

আপনার কম্পিউটারের হার্ডডিস্কে পার্টিশনের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ড্রাইভ FAT32 পার্টিশনে ইনস্টল করে ফেলেছেন,

এখন ফাইল সিস্টেম FAT32 থেকে NTFS ফাইল সিস্টেম করতে চাচ্ছেন।

ভাবছেন আবার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে,খুবই চিন্তিত।

উইন্ডোজের কোন প্রকার সমস্যা ছাড়াই আপনি আপনার অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে পরিবর্তন করতে পারবেন।




স্টেপ টু কনভার্ট FAT32 টু NTFS :


আপনি FAT32 থেকে NTFS কনভার্ট করার পূর্বে অতি সর্তকতার জন্য আপনার অপারেটিং সিস্টেম ড্রাইপের আপনার ডাটা অন্য ড্রাইভে ব্যাকআপ করে নিন,

মানে ফাইলগুলো কপি করে অন্য ড্রাইভে পেষ্ট করে সংরক্ষণ করে নিন।

যদিও এ কনভার্ট করার কারণে সিস্টেম ড্রাইভের কোন ফাইল মুছে কিংবা হারিয়ে যাওয়ার মতো ঘটনা আমি আমার দীর্ঘ কর্মজীবনে পাইনি।

তারপরও সর্তকতা অবলম্বন করা উত্তম।

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই কোন প্রকার সফটওয়্যার ছাড়াই আপনার অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করতে সক্ষম হবেন।




প্রথম ধাপ : কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে সার্চ বাটনের ঘরে কমান্ড প্রম্পট (CMD) লিখে সার্চ দেয়া হলে কমান্ড প্রম্পট (CMD) চলে আসবে।

পরবর্তীতে কমান্ড প্রম্পট (CMD) এডমিনিস্ট্রেটর হিসেবে চালু করুন।


প্রথম ধাপ

দ্বিতীয় ধাপ:  কমান্ড প্রম্পট (CMD) এডমিনিস্ট্রেটর হিসেবে চালু করার পর নিচের কমান্ডটি লিখে এন্টার দিন।

দ্বিতীয় ধাপ

কমান্ডটি একটি সিডিউল করবে মানে, কম্পিউটার যখনই রিস্টার্ট দিবেন তখনই অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করা প্রক্রিয়া শুরু হবে।

কিছুক্ষণ অপেক্ষা করার পর অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বার্তা পাবেন।

শেষ ধাপ

এবার উপরের ছবির মতো আপনার কম্পিউটারের মাই কম্পিউটারে ক্লিক করে সিস্টেম ড্রাইভের প্রোপারর্টিসে গিয়ে দেখুন

ড্রাইভ ফাইল সিস্টেম FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে রূপান্তরিত হয়েছে সফলভাবে।

0 comments:

Post a Comment