বন্ধুরা আস সালামু আলাই কুম কেমন আছো সবাই।
আশা করি সকলের নিজেদের পরিবারের সাথে সুখে শান্তিতে আছো।
আমিও তোমাদের দোয়াই ভালো আছি।
আজ আমি আলোচনা করব বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভাগের গুরুত্বপূর্ণ সেবা নিয়ে এই সেবাটি নেওয়ার জন্য অনেকে অনেক প্রতারিত হয়েছো।
এ প্রতারনা ঠেকানোর জন্য ডিজিটাল পদ্ধতির আশ্রয় নেয়া হয়েছে। বিভাগটি হল বাংলাদেশ পুলিশ ও সেবাটি হল পুলিশ ক্লিয়ারেন্স। আসলে যত দিন যাচ্ছে তত বাংলাদেশ ডিজিটাল হচ্ছে।
তার মানে আজ আমি আলোচনা করব বাংলাদেশ পুলিশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে অনলাইন থেকে পাবে।
তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো টিটোরিয়ালটি ভিডিও করেছি।
মৌখিক তথ্য তোমাদের দিয়ে রাখি এই সেবাটি নেওয়ার পূর্বে পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু কাগজ পত্র সংগ্রহ করতে হবে। যেমনঃ
- ১। মেশিন রিডেবল পাসপোর্ট।
- ২। ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।
- ৩। বাংলাদেশ ব্যাংক / সোনালী ব্যাংক হইতে ৫০০ টাকার চালান করতে হবে।
আর হ্যা তোমাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার টিউমেন্ট করবেন।
ভিডিও টি দেখার জন্য ক্লিক কর
0 comments:
Post a Comment