আইটি সরদার এর নতুন গিগা টিউনে আপনাদের স্বাগতম।
আজকে আমরা পৃথিবীর সেরা এক নতুন প্রযুক্তি আবিস্কার অফলাইনেই কীভাবে ফ্রিতে ডাটা খরচ ছাড়াই আপনার ওয়েবের কাজ মেটাবেন সেটা দেখাবো
এবং
এটাই আজকের আমাদের টু মিনিটস্ হ্যাকের ১০০% বৈধ এবং ভেরিফাইড টিউন। চলুন শুরু করি।
কীভাবে?
আমরা অফলাইনে ওয়েবপেজ আর্টিকেল, ভিডিও এমনকি ৫০০+ জনপ্রিয় সাইট থেকে সরাসরি কোন
টেকনিক্যাল প্যাচাল ছাড়াই আপনার প্রয়োজনীয় ওয়েবপেজ বুকমার্ক এবং সেভ করে সেটা পরবর্তী আপনার প্রয়োজন মতো সরাসরি কোন ডাটা খরচ ছাড়ায় দেখতে পারবেন।
আরও কিছু অ্যাপস্ এ ধরণের সেবা দিলেও সেটা মোবাইল, কম্পিউটার সব কিছু মিলেয়ে ১০০% পারফেক্ট ছিল না।
সেদিক থেকে প্রযক্তি দুনিয়ায় পকেট (Pocket) আসার সাথে সাথে আলোড়ন সৃষ্টি করেছে।
আজকে আমরা দেখবো পকেট কীভাবে আপনার নিজের মতো ব্যবহার করবেন।
(পরবর্তীতে একটা ভিডিও দিতে পারি টোটাল প্রসেস নিয়ে। দিলে এখানে অ্যাড করে দিবো।)
পকেট কাস্টমাইজ করে ব্যবহার পদ্ধতিঃ
১. প্রথমে আপনার ডিভাইসে পকেট ডাউনলোড করে ইনস্টল করে নিন। নিচে সব ধরণের ডিভাইসের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো-- উইন্ডোজের জন্য সরাসরি ডাউনলোড লিঙ্ক – উইন্ডোজ পকেট
- এন্ড্রোইডের জন্য সরাসরি ডাউনলোড লিঙ্ক
- iOS এর জন্য সরাসরি ডাউনলোড লিঙ্ক
- ফায়ারফক্স এড অনস্ লিঙ্ক
- গুগল ক্রোম এক্সটেনশন লিঙ্ক
২. আপনার সব কাজ প্রায় ডাউনলোড এবং ইনস্টলের পরে শেষ।
যদি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে ব্রাউজারগুলোতে এড-অনস্ (মজিলা) এবং এক্সটেনশন ইনস্টল (ক্রোম) করে নিবেন।
কীভাবে কাজ করেঃ
১. এন্ড্রোইডের জন্য একবার অ্যাপটি গুগল প্লে থেকে ইনস্ট করলে।সেখান থেকে বের হয়ে যেকোন ওয়েব ব্রাউজারে ঢুকুন।
আপনার কাঙ্খিত ওয়েব পোর্টাল ভিজিট করুন (যেটা আপনি পরবর্তীতে অফলাইনেও পড়তে চান বা সেভ/বুকমার্ক করে পরেও পড়তে চান)
২. এবার নিচের ছবির মতো আপনার মোবাইল ব্রাউজারের অপশনে ক্লিক করুন। দেখুন Share নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
৩. এবার নিচের ছবির মতো Add To Pocket দিন।
৪. এবার পকেট অ্যাপস্টি ওপেন করুন। দেখবেন আপনার কাঙ্খিত ওয়েব পেজ সেখানে সেভ হয়ে আছে।
এখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে কোন ডাটা খরচ ছাড়াই বা অফলাইনে নিইজটি পড়তে পারবেন। (তবে সেভ হতে ১০-১৫ সেকেন্ড টাইম নিতে পারে ফুল পেজটি ডাউনলোড হতে)
৫. এখন যখন খুশি আপনি অফলাইনে পেজটি বিজ্ঞাপন ছাড়াই ফ্রিতে দেখতে পারবেন, পড়তে পারবেন।
এভোবে যত খুশি ওয়েব পেজ আপনি সেভ করে নিন প্রয়োজন মতো পরে একসাথে পড়তে থাকুন। ইচ্ছা মতো পড়া শেষে ডিলিট করেও দিতে পারেন।
কম্পিউটারে কীভাবে করবেনঃ
১. প্র্রথমে এক্সটেনশনটি বাউজারে ইনস্টল করে নিন। (লিঙ্ক উপরে দেওয়া আছে)২. তরপর কাঙ্খিত ওয়েব পেজ নিচের ছবির মতো ব্রাউজার অপশন থেকে সেভ করে নিন।
৩. এবং পকেট ওয়েব পেজে প্রবশ করে দেখুন কাঙ্খিত পেজটি সেভ হয়ে গেছে এবং সেটা আপনি ক্লিক করে পড়তে পারছেন।
এভাবে একের অধিক ইচ্ছামতো ওয়েবপেজ, ভিডিও আপনি সেভ/বুকমার্ক করে রাখতে পারেন।
এমনকি ফোল্ডার করে নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করেও নিতে পারেন।
যা করে নিবেন অবশ্যইঃ
১. মোবা্ইলে সেভ বা বুকমার্ক করে কম্পিউটারেও চালাতে চাইলে বা উল্টা করতে চাইলে একস্ট্রা কোন কাজ নাই শুধু একই জিমেইল এড্রেস দিয়ে মো্বাইল বা কম্পিউটার অন্য যেকোন ডিভাইসে চালালেই হলো।২. অবশ্যই সাইন-আপ করে নিবেন।
আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে এবং ভালোও লাগবে।
0 comments:
Post a Comment