Tuesday, 15 November 2016

কিভাবে TP-LINK রাউটার কানেক্ট করবেন

আসসালামু আলাইকুম।

আল্লাহর রহমতে সবাই ভাল আছেন জেনে,আমি আমার টিউন শুরু করছি। কথা না বাড়িয়ে কাজে চলে যাই...

শুরুতে রাউটারটি পিসিতে  RJ25 ক্যাবলটি লাগিয়ে নিন।

Step 1.  ১মে আপনার মোজিলা বা অন্য যেকোনো ব্রাউজার দিয়ে  tp-link রাউটারের লিঙ্কে প্রবেশ করুন।
                                             192.168.0.1

Step 2. সেখানে User name & Pass দিতে হবে।ডিফল্ট ভাবে  admin,admin          দেওয়া  থাকে.

Step 3. বাম পাসে Quick Setup এ ক্লিক করবেন.

Step 4. Wan connect Type এ pppoe ক্লিক করবেন.

Step 5. ইন্টারনেট পোভাইডার আপনাকে যে User name & Passদিবে সেটা দিবেন.

Step 6. Wifi Security এর জন্য  password দিবেন.

Step 7.  তারপর   Finish

এবার রাউটারটি বাম পাস থেকে Maintenance>Reboot করবেন।

যদি connecting না হয় তাহলে  তাহলে রাউটার টি MAC CLONE কবেন.এর জন্য আপনাকে বাম পাস থেকে Network>MAC CLONE ক্লিক করবেন.

এবার রাউটারটি বাম পাস থেকে Maintenance>Reboot করবেন।

এবার যেভাবে ইচ্ছা সেভাবে ডাউনলোড করেন।

সবাই ভাল থাকবেন,কেউ যদি তারপর ও না পারেন তাহলে আমার FB id তে যোগাযোগ করতে পারেন .

0 comments:

Post a Comment