Monday, 21 November 2016

যেভাবে একটি Image-এর ভিতরে আপনার গোপন ফাইল লুকিয়ে রাখবেন – Super ম্যাজিক ট্রিক (Windows)। PC





আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Windows Computer -এর একটা অ্যামাজিং ট্রিক। 

যেটা একটু amazing আর একটু prank. আপনি এটা ব্যবহার করে আপনার বন্ধুদের সাথে একটু মজা করতে পারেন।
এই টিউটোরিয়ালে আমরা একটি ইমেজ বানাবো যেটার সাধারন image-এর মত চেহারা হবে। 

কিন্তু যখন আপনি Right ক্লিক করে open with WinRAR আর্কাইভার দিবেন তখন তখন অনেক file দেখতে পারবেন যেগুলা এই image-এর ভেতর লুকানো ছিল। যদি এই ট্রিকটা আপনার বন্ধুকে দেখান তাহলে সে বুঝবে যে আপনার মুরোদ কত।

So আমরা কাজ শুরু করি? শুরুর আগে, আমি একটা জিনিস বলছি যে, আপনি পুরো স্টেপ গুলো বুঝতে নাও পারেন। 
তাই যদি আপনি এই টিউটোরিয়ালের কোনো ধাপে আটকে যান তাহলে টিউমেন্ট বক্সে নির্দ্বিধায় বলতে পারেন।

Note: কমান্ড ঠিক রাখার জন্য অনুগ্রহ করে আমার ইমেজ দ্বারা দেখানো স্টেপগুলো ফলো করবেন, অন্য কোন স্থান বা ড্রাইভ ব্যবহার করবেন না।

শুধুমাত্র সি ড্রাইভ ব্যবহার করুন যেমন আমি ব্যবহার করেছি। আপনি বুঝতে পেরে গেলে পরে কমান্ড ব্যবহার করে অন্য যেকোনো ড্রাইভ ব্যবহার করতে পারেন।

ইমেজে Archive করার পর আপনি এই ইমেজটা যেকোনো যায়গায় শেয়ার করতে পারবেন।

Go through the images too!

Download WinRaR

যেভাবে Image-এর ভিতরে আপনার গোপন ফাইল লুকিয়ে রাখবেন -

ধাপ 1. প্রথম ডেস্কটপ থেকে একটি ফোল্ডার তৈরি করুন এবং এটির নাম দিন Techtunes। এরপর কিছু ফাইল ফোল্ডারে রাখুন (উদাহরণস্বরূপ, আমি দুইটি Video এবং দুইটি .exe নিয়েছি)

ধাপ ২. এখন আপনি ফাইলগুলো WinRaR দিয়ে কম্প্রেস করুন (ছবিটি দেখুন)। আপনি যেই .rar ফাইল কম্প্রেস করবেন তার নাম দিন Techtunes.



RAR ফাইল তৈরি করুন

ধাপ 3. এখন একটি ইমেজ ঔ ফোল্ডারে রাখুন। তা নাম দিন Logo.jpg (.jpg আসলে ফরম্যাট মেইন নাম Logo) (অনুগ্রহ করে JPG ফরম্যাটের ইমেজ নিবেন). কাজ শেষ! ফোল্ডারটি থেকে Exit করুন।

ধাপ 4. এখন CMD, Command Prompt-এ ওপেন করুন (কীবর্ডে Win+R চাপদিল Run ওপেন হবে সেখানে CMD লিখে Enter চাপুন অথবা Windows 10 icon -এ Right ক্লিক করে Command Prompt ওপেন করুন)।

এখন নীচের তালিকা মতে টাইপ করুন। ভাল বোঝার জন্য ছবিটি দেখুন।

Type1: cd Desktop\Techtunes

হিট Enter

Type2: copy /b Logo.jpg + Techtunes.rar Logo.jpg

হিট Enter

Type3: exit

হিট Enter



আপনি এখন একটা image ক্রিয়েট করলেন যার মধ্যে ৫টি ফাইল লুকানো আছে। যেটা কারো কাছেই দৃশ্যমান নয় যতক্ষন না WinRAR দিয়ে ইমেজ ফাইলটি খুলবেন।



আপনি ''Open with'' -এ WinRAR দেখতে না পান তহলে আপনে "Choose Default Programs" থেকে WinRaR Browse করে সিলেক্ট করুন।

তারপর থেকে আপনি "Open with" -এ WinRAR দেখতে পাবেন।
খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার ইমেজ ফাইলের সাইজ বেড়ে গেছে (চিত্র দেখুন)।



হিঃ হিঃ হিঃ ম্যাজিক দেখুন ফাইলগুলো লুকিয়ে আছে।

Note: ফাইলটি Logo হিসাবে আছে। এখন আপনি আপনার কম্পিউটারের যে কোন জায়গায় ফাইলটি রাখতে পারবেন। কেও টের পাবে না।

এখনও সমস্যা আছে? টিউমেন্ট করুন ::: সমস্যা নেই ? তো খোদা হাফেজ।

0 comments:

Post a Comment