Wednesday, 30 November 2016

কিভাবে সফটওয়্যার ছাড়া নেট স্পীড টেস্ট করবেন।

কেমন আছেন সবাই।

আজ আমি টিউনার হিমু আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বিষয়ঃ Internet Speed।

নেট স্পীড চেকের জন্য আমরা অনেকেই হয়তো বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি।

একটা বিষয় জেনে রাখা ভাল যে এ ধরনের সফটওয়্যার গুলো নিজেও নেট স্পীড রিজার্ভ করে রাখে। কিন্তু আমরা চাইলে খুব সহযেই কোন প্রকার সফটওয়্যার ছাড়া আমাদের নেট স্পীড চেক করে নিতে পারি।

আর এটা খুব সহজ একটি কাজ। আশা করি সকলেই এটা বুঝবেন এবং করতে সক্ষম হবেন। স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন-

প্রথমে একটি ফাইল ডাউনলোড দিন। তবে সেটা যেন BDIX releted server না হয়।

যারা Windows Task Manager জানেন তাঁরা সেটা Open korun.

না জানলে Keyboard এর CTRL+Shift+Esc একসাথে চাপুন।

নিচের ইমেজ টি দেখুন -


আশা করি বুঝতে পেরেছেন।

এখানে আমার Windows User name  Himu এবং এর সব ক্যাটাগরিতে user এর আওতাভুক্ত বিভিন্ন আপ্পস দেখা যাচ্ছে।

ইউজার এর Network এর ঘরে লক্ষ্য করুন 1.0 Mbps (এটা আমার Max Speed)। এবং দেখতে পাচ্ছি আমার Internet Download Manager এর নেটওয়ার্ক ক্যাটাগরি তেও 1.0 Mbps show করছে।

কিভাবে বুঝবেন আপনার নেট স্পীড ঠিক মত পাচ্ছেন কি না ?

সাধারণত Network er buffering এর কারন 1Mbps এর ক্ষেত্রে 0.6-1.0 Mbps update করবে। অর্থাৎ 10:6 অনুপাতে দেখাবে।

আর যদি এর কম দেখায় বা, বেশি বাফারিং করে, তাহলে বুঝতে হবে নেট স্পীড এর কোন ত্রুটি রয়েছে। সেক্ষেত্রে যার যার নেট প্রবাইডর এর সাথে যোগাযোগ করতে পারেন।

হয় তো অনেকেরই বিষয় টা বুঝতে সমস্যা হতে পারেন। তাই নিচের ভিডিও টি দেখতে পারেন। ভিডিও টি তে সম্পূর্ণ বিষয় টি আরও ভাল ভাবে উপস্থাপন করা হয়েছে।



জানি না কার কতটুকু উপকারে আসবে। তাঁর পরও চেষ্টা করলাম। ভাল লাগলে কি করবেন সেটা আমার চেয়ে ভাল আপনারাই জানেন। আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন।

0 comments:

Post a Comment