ফেসবুক ব্যবহার করা এতই সহজ যে আপনি বা যে কেউ পৃথিবীর অন্য প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তাদের খবর, ছবি বা যে কোন তথ্য আদান প্রদান করতে পারে।
ফেসবুক ব্যবহার করার জন্য শুধু একটি অ্যাকাউন্ট বানাতে হয়, এবং এই অ্যাকাউন্ট বানানো ও খুব সহজ। আপনার সকল তথ্য ফেসবুকের খালি ঘর গুলোতে দিয়ে আপনার আইডি এবং পাসওয়ার্ড ঠিক করুন। এরপর শুধু লগিন করুন আর কাস্টমাইজড করুন আপনার অ্যাকাউন্ট।
অনেকেই দেখা যায় ফেসবুক ব্যবহার করা পছন্দ করেনা, তারা তাদের অ্যাকাউন্টি ডিএক্টিভেট করে রাখে। কিন্তু তাতে আপনার সব তথ্য এখনও স্থির থাকে পুরোপুরি ডিলেট হয়না।
কিন্তু আজকে আপনাকে একটি সহজ মাধ্যম দেখাবো আপনার অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলেট করার পদ্ধতি।
ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলেট করার স্টেপ্সঃ
১। প্রথমত আপনার ওয়েব ব্রাউজারে যান এরপর আপনি যে অ্যাকাউন্টি ডিলেট করবেন সেটা লগিন করুন।
২। এরপর আপনি নিউ ট্যাব খুলে এই লিংক এ ভিজিট করুন
https://www.facebook.com/help/delete_account ।
৩। এরপর একটি নতুন প্যানেল ওপেন হবে, সেখানে আপনি আপনার পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি দিন।
৪। এরপর অনেকগুলো তথ্য আপনাকে দিতে হবে তারপর শুধু অকে করে যেতে হবে। ব্যাস আপনার অ্যাকাউন্টের ডিলেট করার প্রসেসটি সফল হয়েছে এখন শুধু আপনাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে এই অ্যাকাউন্টি পার্মানেন্ট ডিলেট হবার জন্য। কিন্তু সাবধান এই ১৪ দিনে আপনি ভুলেও এই অ্যাকাউন্ট লগিন করার চেষ্টা করবেন না তাহলে আবার সে এক্টিভ হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে,
0 comments:
Post a Comment