বাংলাদেশে একজন শিক্ষিত মানুষের জীবনে চাকরি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ
বিষয়। প্রতিটি মানুষই চায় একটি সনামধন্য প্রতিষ্ঠানে কাজ করতে, ক্যারিয়ার
গড়তে ও জীবনে সুপ্রতিষ্ঠিত হতে। স্নাতক কিংবা স্নাতকোত্তর সম্পন্ন করার পরই
প্রতিটি বাবা মা আশা করে থাকেন যে তাদের আদরের সন্তান, যাকে নিয়ে রয়েছে
তাদের অসীম আশা, যার মাঝে দেখতে পায় বিপুল সম্ভবনা, সে নিশ্চয়ই একটি ভালো
চাকরি পাবে। কিন্তু সত্যি কি শুধু পুঁথিগতবিদ্যা কিংবা ডিগ্রি থাকলেই সোনার
হরিণ নামক চাকরি পাওয়া সম্ভব?
আপডেট হাজারো চাকরির খবর দেখতে ক্লিক করুন এখানে
প্রতিদিন বাংলা পত্রিকা দেখতে ক্লিক করুন এখানে
যারা
শিক্ষাজীবনে খুব ভালো ফলাফল অর্জন করেছেন, দেখকে শুনতেও ভালো, ইংরেজিতে
ভালো কথা বলতে পারেন, লিখতেও পারেন ভাল, কম্পিউটার পরিচালনায় আছে যথেষ্ট
দক্ষতা,এমন কি লিখিত পরীক্ষায়ও উত্তরে আসতে পারে, তবু কেন চাকরির বাজারে
হাজারো লোকে ভিড়ে পিছিয়ে পড়েন তারা বার বার। হন্যে হয়ে শুধু ঘুরতে থাকেন
চাকরির জন্য। তবুও চাকরি আর পান না। কি অর্থ আছে এই হন্যে হয়ে ঘুরে চলার?
কি চায় আসলে চাকরিদাতারা? কেমন প্রার্থী খোঁজেন তারা? কিভাবে জীবন বৃত্তান
(সিভি) যাচাই বাছাই করা হয়? ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে সত্যিকারে কীভাবে
মূল্যায়ন করা হয়? কি কি যোগ্যতা থাকতে হবে একজন চাকরি প্রার্থীর, যাতে তিনি
সহজেই পেতে পারেন একটি চাকরি? তদবিরই কি বড় যোগ্যতা চাকরি পাওয়ার বেলায়?
এই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এই ইংরেকজি ব্লগে। জানতে ও জানাবার
প্রয়াস নিয়ে লেখা হয়েছে ‘চাকরি পাওয়ার কৌশল : সাফল্যের ১০১ টিপস’। আমাদের
জানতে হবে, বুঝতে হবে আর সেভাবেই প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে। যারা
মাত্র পড়াশোনা শেষ করে বেরিয়েছেন,খুব শ্রীঘ্রই পাস করতে যাচ্ছেন, কিংবা
চাকরি পরিবর্তনের ইচ্ছা আছে মনে, তাদের জন্য এই ব্লগটি অন্তত একবার পড়ে
দেখা একান্ত আবশ্যক। পাসাপাসি আমাদের ইংরেজি প্রাক্টিস করতে করতে হবে।
ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য ইংরেজি বই, ইংরেজি পত্রিকা, মাগাজিন, ইংরিজি ব্লগ
ইত্যাদি পড়া। সবচেয়ে ভাল হয় কোন ইংরেজি ব্লগ নিয়মিত পড়া। তাই আমি এমনি
একটি ব্লগের লিংক দিলাম। এখানে আপনি বিসিএস পরিক্ষার অনেক রকম গাইডলাইন ও
টিপস দেওয়া হয়েছ এবং ক্যারিয়ার গঠনে বিশেষ ভুমিকা ও সাহায্য করবে।আরও পাবেন
শিক্ষা বিষয় সকল তথ্য।
0 comments:
Post a Comment